Noun কাকে বলে কত প্রকার ও কি কি?
Noun (বিশেষ্য) : “A Noun is a word used as the name
of a person, place or thing.”
অন্যভাবে বলা যায়, “ A Noun is a naming word”
সহজভাবে বলা যায়, যে Word দ্বারা কোন ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায়, তাকে Noun বলে।
যেমন :
Sumon is a brilliant student. (ব্যক্তির নাম)
Dhaka is the capital of Bangladesh. (স্থানের নাম)
অন্যভাবে বলা যায়, “ A Noun is a naming word”
সহজভাবে বলা যায়, যে Word দ্বারা কোন ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায়, তাকে Noun বলে।
যেমন :
Sumon is a brilliant student. (ব্যক্তির নাম)
Dhaka is the capital of Bangladesh. (স্থানের নাম)
Gold is a
valuable metal. (বস্তুর নাম)
Noun (বিশেষ্য): বাক্যে যে
Word কোন কিছুর নাম Indicate করে তাকেই Noun বলে।
Walking is good for health. বাক্যে
Walking শব্দটি একটি কাজের নাম বুঝিয়েছে। তাই, উহা Noun.
বাক্যে
Verb এর Subject এবং Object রূপে ব্যবহৃত শব্দগুলি অবশ্যই Noun অথবা Equivalent to Noun (Noun
এর সমতুল্য) হতে হবে। Preposition এর Object রূপে ব্যবহৃত Word গুলোও অবশ্যই Noun বা Equivalent to Noun হবে।
|
বাক্যে ব্যবহৃত শব্দসমূহের প্রচুরক Noun. একটি বাক্যে বহুসংখ্যক
Noun ব্যবহৃত হতে পারে। কিন্ত,
Subject এবং Object ব্যতিত অন্য কোন Noun বাক্যে ব্যবহৃত হলে উহার পূর্বে অবশ্যই
Preposition বসবে, অন্যথায় উক্ত Noun বাক্য থেকে বিচ্ছিন্ন থাকবে, বাক্যের অংশ হিসাবে গন্য হবে না। এদিক থেকে Preposition কে
Noun এর Connector বলা যায়।
Rahim
|
knows
|
Karim
|
Subject
|
Verb
|
Object
|
Rahim
|
saw
|
Karim
|
in
|
the bus
|
Subject
|
Verb
|
Object
|
Preposition
|
Noun
|
"I go school" এ বাক্যে School(N)
শব্দটি Subject ও নয় object ও নয় বিচ্ছন্ন শব্দ।
সুতরাং,
Preposition চাই।
I go to school. Preposition
দ্বারা Connected.
Noun
মূলত পাঁচ প্রকার।
১. Proper Noun: কোন ব্যক্তি, বস্তু, স্থান বা বিশিষ্ট কিছুর নির্দিষ্ট নাম। যেমন নির্দিষ্ট কোন ব্যক্তি Farhad, Sabbir ইত্যাদি। নির্দিষ্ট কোন স্থান (Place) যেমন Dhaka, Motijheel ইত্যাদি; নির্দিষ্ট কোন ফুলের (Flower-ইংরেজি নামও দেবার কারণ আছে, একটু পরেই দেখেবেন) নাম যেমন Rose, Cactus ইত্যাদি।
২. Common Noun: অনেকগুলো একজাতীয় Proper Noun কে যেই সাধারণ ( এখানে সাধারণ মানে Common, Normal নয়!) নামে ডাকা যাবে তাই Common Noun। যেমন উপরের Proper Noun এর উদাহরণগুলো খেয়াল করুন। Farhad, Sabbir কে যে কমন নামে ডাকা যাবেতো হলো Man অথবা বলতে পারেন Boy। অতএব Boy হলো Common Noun। একইভাবে Rose, Cactus এর সাধারণ নাম হলো ফুল মানে Flower। তাই Flower হলো কমন নাউন। এছাড়াও Dhaka, Motijheel হলো স্থান বা Place, ফলে Place হলো Common Noun।
এখান থেকে একটা সহজ সমীকরণ পাওয়া যায় , সেটা হলো Common Noun এর উদাহরণ দিলে আমরা Proper Noun পাব। আর সমজাতীয় কিছু Proper Noun কে যে সাধারণ নামে ডাকা যায় তাই Common Noun।
একটি ছোট্ট চার্ট দিচ্ছি-
Common Noun Common Noun এর example( Proper Noun)
Animal Tiger, Leopard, Lion, Ass etc
River Padma, Amazon, Rhine, Meghna etc
Fruit Mango, Banana, Guava etc
Bird Crow, Cuckoo etc
আশা করি More than Clear!!!!!
৩. Collective Noun: Common Noun এর অনেকগুলো উদাহরণ মিলে (মানে অনেকগুলো Proper Noun একত্র হয়ে) যদি কোন দল, গ্রুপ বা সমষ্টি তৈরি করে তবে Collective Noun বলা হবে। Collective মানেই সমন্বিত। যেমন বলা হয় যে তাদের Collective Effort (দলগত প্রচেষ্টা)র কারণে সাফল্য এসেছে।
যেমন কয়েকজন ছাত্র নিয়ে গঠিত হয় একটি ক্লাস। সুতরাং Class হচ্ছে Collective Noun। উল্লেখ্য এখানে ছাত্র (Student) হলো Common Noun। আর নির্দিষ্ট কোন Student এর নাম বললে তা হবে Proper Noun যেমন Hassan, Zubayir ইত্যাদি। এছাড়াও যেমন কয়েকজন গায়ক (Singer) মিলিত হয়ে গঠন করেন Band, কয়েকজন Player নিয়ে গঠিত হয় একটি Team, কিছু ডাকাত (Robber) নিয়ে গ্যাং বা ডাকাতদল (Gang)। এসবক্ষেত্রে আবার যথাক্রমে Singer, Player, Robber হলো Common Noun।
৪. Material Noun: কোন বস্তু বা পদার্থ যেমন -Gold, Silver etc. এটা তেমন গুরুত্বপূর্ণ নয়।
৫. Abstract Noun: এটা বোঝা আবার কিছুটা জরুরী। Adjective বুঝতে এটা কাজে লাগবে। আগে বলেছিলাম যা চোখে দেখা যায় তাই Noun । ব্যতিক্রমও আছে, আর তাই Abstract Noun। আসলে শুধু চোখ নয় কোন ইন্দ্রিয়ই এটাকে ধরতে পারবে না। এটা হলো কোন ব্যক্তি বা বস্তুর দোষ , গুণ বা অবস্থা। আর দোষ, গুণ বা অবস্থাধারী ব্যক্তি বা বস্তুকে বলে Adjective। যেমন Honest হলো একটি গুণ, ফলে এটি Noun। আর Honesty যার আছে সে হলো Honest। তাই Honest হলো Adjective। সামনের পোস্টে বিস্তারিত আসছে...........
১. Proper Noun: কোন ব্যক্তি, বস্তু, স্থান বা বিশিষ্ট কিছুর নির্দিষ্ট নাম। যেমন নির্দিষ্ট কোন ব্যক্তি Farhad, Sabbir ইত্যাদি। নির্দিষ্ট কোন স্থান (Place) যেমন Dhaka, Motijheel ইত্যাদি; নির্দিষ্ট কোন ফুলের (Flower-ইংরেজি নামও দেবার কারণ আছে, একটু পরেই দেখেবেন) নাম যেমন Rose, Cactus ইত্যাদি।
২. Common Noun: অনেকগুলো একজাতীয় Proper Noun কে যেই সাধারণ ( এখানে সাধারণ মানে Common, Normal নয়!) নামে ডাকা যাবে তাই Common Noun। যেমন উপরের Proper Noun এর উদাহরণগুলো খেয়াল করুন। Farhad, Sabbir কে যে কমন নামে ডাকা যাবেতো হলো Man অথবা বলতে পারেন Boy। অতএব Boy হলো Common Noun। একইভাবে Rose, Cactus এর সাধারণ নাম হলো ফুল মানে Flower। তাই Flower হলো কমন নাউন। এছাড়াও Dhaka, Motijheel হলো স্থান বা Place, ফলে Place হলো Common Noun।
এখান থেকে একটা সহজ সমীকরণ পাওয়া যায় , সেটা হলো Common Noun এর উদাহরণ দিলে আমরা Proper Noun পাব। আর সমজাতীয় কিছু Proper Noun কে যে সাধারণ নামে ডাকা যায় তাই Common Noun।
একটি ছোট্ট চার্ট দিচ্ছি-
Common Noun Common Noun এর example( Proper Noun)
Animal Tiger, Leopard, Lion, Ass etc
River Padma, Amazon, Rhine, Meghna etc
Fruit Mango, Banana, Guava etc
Bird Crow, Cuckoo etc
আশা করি More than Clear!!!!!
৩. Collective Noun: Common Noun এর অনেকগুলো উদাহরণ মিলে (মানে অনেকগুলো Proper Noun একত্র হয়ে) যদি কোন দল, গ্রুপ বা সমষ্টি তৈরি করে তবে Collective Noun বলা হবে। Collective মানেই সমন্বিত। যেমন বলা হয় যে তাদের Collective Effort (দলগত প্রচেষ্টা)র কারণে সাফল্য এসেছে।
যেমন কয়েকজন ছাত্র নিয়ে গঠিত হয় একটি ক্লাস। সুতরাং Class হচ্ছে Collective Noun। উল্লেখ্য এখানে ছাত্র (Student) হলো Common Noun। আর নির্দিষ্ট কোন Student এর নাম বললে তা হবে Proper Noun যেমন Hassan, Zubayir ইত্যাদি। এছাড়াও যেমন কয়েকজন গায়ক (Singer) মিলিত হয়ে গঠন করেন Band, কয়েকজন Player নিয়ে গঠিত হয় একটি Team, কিছু ডাকাত (Robber) নিয়ে গ্যাং বা ডাকাতদল (Gang)। এসবক্ষেত্রে আবার যথাক্রমে Singer, Player, Robber হলো Common Noun।
৪. Material Noun: কোন বস্তু বা পদার্থ যেমন -Gold, Silver etc. এটা তেমন গুরুত্বপূর্ণ নয়।
৫. Abstract Noun: এটা বোঝা আবার কিছুটা জরুরী। Adjective বুঝতে এটা কাজে লাগবে। আগে বলেছিলাম যা চোখে দেখা যায় তাই Noun । ব্যতিক্রমও আছে, আর তাই Abstract Noun। আসলে শুধু চোখ নয় কোন ইন্দ্রিয়ই এটাকে ধরতে পারবে না। এটা হলো কোন ব্যক্তি বা বস্তুর দোষ , গুণ বা অবস্থা। আর দোষ, গুণ বা অবস্থাধারী ব্যক্তি বা বস্তুকে বলে Adjective। যেমন Honest হলো একটি গুণ, ফলে এটি Noun। আর Honesty যার আছে সে হলো Honest। তাই Honest হলো Adjective। সামনের পোস্টে বিস্তারিত আসছে...........
A noun is a part of speech that is used to name a person, place, thing, quality, or action. A noun can function as a subject, object, complement, appositive, or object of a preposition.
TYPES OF NOUN
DEFINITION: Noun is a word which is used to name something as a person, animal, thing and place. There are six kinds of noun in English.
1) Proper Noun
2) Common Noun
3) Abstractive Noun
4) Collective Noun
5) Compound Noun
6) Material Noun
1) PROPER NOUN
DEFINITION: Proper Noun is a name of particular thing, person, animal and place. On the other hand, proper noun is always written with a capital letter at the beginning of the word.
Example: Dara, New York, Cambodia, John, Angkor Wat…
2) COMMON NOUN
DEFINITION: Common Noun is a name which is given in common to everyone (person, thing, animal…..).
Example: Man, teacher, doctor, dog, cat, house, chair…
3) ABSTRACTIVE NOUN
DEFINITION: Abstractive Noun is the name of idea, quality and action that is the name of something we can’t touch, see, smell and taste.
Example:
- Idea: Advice, ambition, wish...
- Quality: Goodness, kindness, darkness...
- Action: Talking, movement, discussion..
NOTE: Some Abstractive Nouns can make from many kinds of adjective, verb and common noun.
a) Abstractive Noun makes from adjective.
Adjective
|
Abstractive Noun
|
dark
poor
wise
honest
|
darkness
poverty
wisdom
honesty
|
b) Abstractive Noun makes from verb.
Verb
|
Abstractive Noun
|
hope
regret
help
promise
|
hope
regret
help
promise
|
c) Abstractive Noun is quite different from verb.
Verb
|
Abstractive Noun
|
live
die
know
advise
|
life
death
knowledge
advice
|
Verb Abstractive Noun
d) Abstractive Noun makes from common noun.
Common Noun
|
Abstractive Noun
|
man
friend
hero
infant
|
manhood
friendship
heroism
infancy
|
4) COLLECTIVE NOUN
DEFINITION: Collective Noun is a name of number or collection of person, thing and animal taken together and spoken as a whole.
Example: Army, committee, family, nation, association, community…
5) COMPOUND NOUN
DEFINITION: Compound Nouns are the nouns that are combined between one word with another word and can make from many kinds of noun, adjective and verb.
Noun/ Adjective/verb
|
Noun
|
Common Noun
|
sun
strong
walking
|
light
man
stick
|
sunlight
strongman
walking-stick
|
6) MATERIAL NOUN
DEFINITION: Material Noun is the name of particular object.
Example: Chair, table, car, book, pen, house, radio…
Wow ! Excellent post. It's a very easy system to learn English Grammar. I hope, it will help the students and beginners to learn English Grammar. Thanks admin.
ReplyDelete