Breaking

Wednesday, November 11, 2015

What is Person and Type of person

Person: Person কাকে বলে কত প্রকার  কি কি উদহারণ সহ লিখ?


Person যে কোন ব্যক্তি, বস্ত্ত বা প্রাণী হতে পারে বক্তা, শ্রোতা অনুপস্থিত ব্যক্তি, বস্ত্ত বা প্রাণী সম্পকে বর্ণনা করতে যে এর আশ্রয় গ্রহণ করা হয় তাই Person.
অতএব, যে কথা বলে, যার সাথে বলে এবং যার সম্পর্কে বলে তা বুঝাতে যে ভিন্ন ভিন্ন বা ব্যবহৃত হয়, তাকে Person বা পুরুষ বলে
Classification of Person বা পুরম্নষের শ্রেণীবিভাগঃ

Person তিন প্রকার। যেমনঃ
  1.  First Person বা উত্তম পুরুষ
   2. Second Person বা মধ্যম পুরুষ
   3. Third Person বা নাম পুরুষ

First Person বা উত্তম পুরুষ : যে কথা বলে নিজেকে বুঝতে গিয়ে যেসব এর ব্যবহার করে, তাকে First Person বা উত্তম পুরুষ বলে। যেমনঃ I am a boy. We are playing cricket.

Second Person বা মধ্যম পুরুষ : বক্তা যার সাথে কথা বলে তাকে এবং তার নামের পরিবর্তে যে ব্যবহার করে, তাকে Second Person বা মধ্যম পুরুষ বলে। যেমনঃ You will do well in the exam.

Third Person বা নাম পুরুষ : অনুপস্থিত কোন ব্যক্তি, বস্ত্ত বা প্রাণী সম্বন্ধে যখন কথা বলা হয় বা ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীর পরিবর্তে যেসব ব্যবহৃর করা হয়, তাকে Third Person বা নাম পুরুষ বলে। যেমনঃ She is my elder Sister.
Note : (a) শুধু Noun   Pronoun-এর Person হয়ে থাকে ,অন্য কোন Part of Speech- এর Person হয় না।  যেমনঃ Man, boy, girl, bird, chair, team, crowd, kindness এগুলো সবই Third Person.

(b) তিনটি Person পরপর কর্তা (Nominative) হিসেবে ব্যবহার করতে হলে প্রথমে Second person, তারপর Third person এবং সবশেষে First person বসে। যেমনঃ You, he and I are brother.
Case ভেদে Person -এর রূপের পরিবর্তন ঘটে। নিচে ছকের সাহায্য দেখানো হলো :

First person ( Masculine/ Feminine)

Case
Singular
Plural
Nominative
I – আমি
We – আমরা
Objective
Me – আমাকে
Us – আমাদেরকে
Possessive
My,Mine – আমার
Our, Ours – আমাদের

Second person ( Masculine/ Feminine)

Case
Singular
Plural
Nominative
You – তুমি , Thou – তুই
You – তোমারা
Objective
You – তোমাকে, Thee -তোকে
You -তোমাদেরকে
Possessive
Your -তোমার , Thy,Thine – তোর
Your – তোমাদের

Third person ( Masculine )

Case
Singular
Plural
Nominative
He – সে (পুং)
They- তারা
Objective
Him – তাকে (পুং)
Them – তাদেরকে
Possessive
His – তার (পুং)
Their,Theirs – তাদের

Third person ( Feminine)

Case
Singular
Plural
Nominative
She -সে (স্ত্রী)
They – তারা
Objective
Her – তাকে (স্ত্রী)
Them – তাদেরকে
Possessive
Her – তার (স্ত্রী)
Their, Theirs – তাদের

Third person ( Neuter Gender)

Case
Singular
Plural
Nominative
It – ইহা
They -সেগুলো
Objective
It – ইহাকে
Them -সেগুলোকে
Possessive
Its – ইহার
Theirs -সেগুলোর

Revision And Test

1.    What is Person ? How many kinds of Person are there and what are they ?
2.    Name the Person of the following words: I, we, you, your, he, she, they, it, our, us, yiurs,their,him,her. Dhaka, brother, pencil, book, it, milk, each, sea, father, children.
3.    Fill in the blanks with suitable person:
4.    – am a boy.
5.    He gave – a rose.
6.    – sings a song.
7.    – are students.
8.    – love our country.
9.    What is – name.
10. – father name is Mozibur.
11. She is – sister.
12. – are my friend.
13. How are – ?


10 comments:

Featured post

Write an email to your friend inviting him to join a picnic

Blog Archive

Contact Form

Name

Email *

Message *