Breaking

Thursday, November 12, 2015

What is Tense and Classification of Tense

Tense- সময় বা কাল: Tense কাকে বলে কত প্রকার কি কি?  

ল্যাটিন শব্দ Tempus থেকে শব্দের উৎপত্তি Tempus শব্দের অর্থ সময় অতএব, Tense শব্দের অর্থ সময় বা কাল সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense. তাই Tense-কে ইংরেজি ভাষার প্রাণ বলতে পারি Verb বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে যেমনঃ
কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে
In English Grammar Tense is used to refer to time of an action or event.
Tense is the concept of time which may be present, past or future.
যেমনঃ
Example:
We play football today.- আমরা আজ ফুটবল খেলি
We played football yesterday.- আমরা গতকাল ফুটবল খেলেছিলাম
We shall play football tomorrow আমরা আগামিকাল ফুটবল খেলব
Classification of Tense – Tense শ্রেণীবিভাগ

Tense প্রধানত তিন প্রকার। যেমনঃ
(a) Present Tense বা বর্তমান কাল
(b) Past Tense বা অতীত কাল
(c) Future Tense বা ভবিষ্যৎ কাল

প্রত্যেক Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যেমনঃ
(I) Simple/ Indefinite- সাধারণ
(II) Continuous/ Progressive- চলমান/ ঘটমান
(III) Perfect- পুরাঘটিত
(IV) Perfect Continuous- পুরাঘটিত চলমান


No comments:

Post a Comment

Featured post

Write an email to your friend inviting him to join a picnic

Blog Archive

Contact Form

Name

Email *

Message *