Breaking

Thursday, November 12, 2015

What is the Future Tense? with Examples

Future tense (ভবিষ্যৎ কাল):কাকে বলে কত প্রকার  কি কি উদাহরন সহলিখ?

















9. Future indefinite tense: ভবিষ্যৎ কালে কোন কাজ সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বোঝালে verb-এর future indefinite tense হয়।
Future indefinite tense is used when an action will be done or will happen in future.
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে বে, , বা, বি, বেন এদের যে কোন একটি উল্লেখ থাকে
Structureগঠন প্রণালি:
Subject + shall/will + verb + object
Example:- আমি কাজটি করিব- I will/shall do the work. 
-
তারা কাজটি করিবে- They will/shall do the work.
-
আমি বিদ্যালয়ে যাব(যাবই)- I shall go to the school. 
-
সে বিদ্যালয়ে যাবে(যাবেই)- He will go to the school.
-
তারা বাজারে যাইবে(যাবে) – They will go to the market.
Note - সাধারনত 1st person এর পরshall বসে এছাড়া অন্য সব ক্ষেত্রে will বসালেও চলবে

10. Future continuous tense:
ভবিষ্যৎ কালে কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে verb-এর future continuous tense হয়।
Future continuous tense is used when an action is thought to be going on in the future.
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি যুক্ত থাকে
Structureগঠন প্রণালি:
Subject + shall be/will be + main verb + ing + object.
Example:- আমি বইটি পড়িতে থাকিব – I shall be reading the book.
-
আমি গান গাইতে থাকিব- I shall be singing the song.
-
তারা ফুটবল খেলিতে থাকিবে- They will be playing football.
-
সে কাজটি করিতে থাকিবে- He will be doing the work.
-
তুমি/ তোমরা স্কুলে যাইতে থাকিবে- they will be going to school. 
-
তিনি অফিসে যাইতে থাকিবেন- He will be going to office.

11. Future perfect tense: ভবিষ্যৎ কালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত কাজটির verb-এর future perfect Tense হয় এবং পরে সংঘটিত কাজটির verb-এর Present/future indefinite tense হয়।
Future perfect tense is used to indicate the completion of an action by a certain time in the future.
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিবেন, এদের যে কোন একটি যোগ থাকলে Future perfect tense হয়
Structureগঠন প্রণালি:
1st subject + shall have/will have + verb
এর past participle + 1st object + before + 2nd subject + main verb + 2nd object.
Example:- বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব - I shall have done the work before my father comes.
-
আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব – I shall have finished reading the book by 4. P. m.
-
তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব- I shall have sang a song before you leave.
-
তারা আসার পূর্বে আমি পরা শেষ করিব – I shall have finished my lesson before they come. 

11. Future perfect continuous tense:
ভবিষ্যৎ কালে সংঘটিত দুটি কাজের মধ্যে একটি কাজ অপর কাজটি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছুকাল ধরে চলতে থাকবে বোঝালে পূর্ববর্তী কাজটি future perfect continuous tense হয় এবং পরবর্তী কাজটি Present/future indefinite tense হয়।
Future perfect tense is used when an action will have been continuing by a certain future time.

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি উল্লেখ থাকে
Structureগঠন প্রণালি:
Subject – 1st subject + shall have been/will have been + main verb + ing + 1st object + 2nd subject + main verb + 2nd object.
Example:- তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব- we shall have been waiting for you until you come back.
-
বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব- I shall have been doing the work before my father comes.
-
তারা আসার আগে আমি খেলিতে থাকিব- I shall have been playing before they come.
-
সে ডিগ্রি পাওয়ার পূর্বে চার বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে – he will have been studying at Dhaka university for four years before he gets degree. 


No comments:

Post a Comment

Featured post

Write an email to your friend inviting him to join a picnic

Blog Archive

Contact Form

Name

Email *

Message *