Past Tense (অতীত কাল) কাকে বলে? Past Tense কত প্রকার ও কি কি?
Past tense (অতীত কাল): অতীত কালের কোন কাজ বোঝাতে past
tense ব্যবহৃত হয়।
অর্থাৎযে কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল বোঝায়, তাকে verb-এরpast tense বা অতীত কাল বলে।
যেমন Example:-
I went to Madrasha.
He wrote a letter yesterday.
He drew a picture.
No comments:
Post a Comment