Breaking

Friday, February 8, 2019

Tense কাকে বলে কত প্রকার ও কি কি সংজ্ঞা দাও?


Tense
কাকে বলে? Tense কত প্রকার কি কি উদাহরণ সহ লেখ?


সংজ্ঞাকোন কাজ সম্পাদনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়/সময়কালকে Tense বলা হয়।


ইংরেজি sentence গঠনের জন্য tense এর গুরুত্ব অসীম। ইংরেজিতে বিভিন্ন সময়কাল নির্দেশ করার জন্যেtense এর বিভিন্ন form ব্যবহার করা হয়। Tense এর মোট ১২ টি form রয়েছে। সকল ইংরেজি বাক্য এই১২ টি form এর যেকোন একটি দিয়েই গঠন করা হয়।  


ইংরেজি ভাষা শিখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা নেয় Tense যাকে বাংলায় কাজ সম্পন্ন হওয়ার সময় বা ক্রিয়ার কাল বলে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে Tense বা ক্রিয়ার কাল বলে অর্থাৎ কোন কাজ কখন সম্পন্ন হয়,হচ্ছে, হয়েছিল বা হবে তাকে Tense বলে ল্যাটিন শব্দ ‘tempus’ থেকে tense শব্দটি এসেছে tempus অর্থ সময়






সংক্ষিপ্ত সংজ্ঞা: Tense (কাল): Tense অর্থ কাল বা সময় কোনো কাজ সম্পাদনের সময়কে tense বলে



Tense-এর প্রকারভেদ: Verb-এর কাজ অনুযায়ী tense প্রধানত তিন প্রকার যথা:

১) Present tense (বর্তমান কাল)

২) Past tense (অতীত কাল)

৩) Future tense (ভবিষ্যৎ কাল)


. Present tense (বর্তমান কাল): যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে verb-এর present tense বা বর্তমান কাল বলে 

যেমন Example:-


I go to College.


 She writes a letter.


He draws a
picture.


. Past tense (অতীত
কাল):
যে
কাজ
অতীতকালে
সম্পন্ন
হয়েছিল
বা
ঘটেছিল
বোঝায়,
তাকে
verb-
এর
past tense
বা অতীত কাল বলে।


যেমন Example:-


I went to Madrasha.


He wrote a letter yesterday.


He drew a picture.

.
Future tense (
ভবিষ্যৎ কাল): ভবিষ্যৎ কালে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে, তাকে verb-এর
future tense
বা ভবিষ্যৎ কাল বলে।


 যেমন Example:-


 I shall buy a Book.


 I shall go to Bhola.


They will play Cricket etc.


প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায় যথা:

) Indefinite (অনির্দিষ্ট

) Continuous (চলতি অবস্থা)

) Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা)

) Perfect
continuous (
পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)



Present Tense কাকে বলে কত প্রকার কি কি?








Past Tense কাকে বলে কত প্রকার কি কি?






Future Tense কাকে বলে কত প্রকার কি কি?






4 comments:

  1. Thanks,

    Also visit,

    https://akacademyblogs.blogspot.com/2019/11/how-to-make-structures-of-tense-tense_17.html?m=1

    মুখস্থ করা ছাড়া কিভাবে Tense শিখবেন

    ReplyDelete
  2. Good.
    English grammar সহজে শিখতে আমাদের সাইটে ভিজিট করতে পারেন।
    www.easy24english.blogspot.com

    ReplyDelete

Featured post

Write an email to your friend inviting him to join a picnic

Blog Archive

Contact Form

Name

Email *

Message *