A, an এবং the কে Article বলে।
Article দুই প্রকার।
1.Indefinite Article and
2.Definite Article.
Indefinite Article:
A এবং an কে Indefinite Article বলে কারন তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়। সচরাচর singular countable noun এর পূর্বে A অথবা an বসে।
Example- He has a pen.
- I bought a book.
- This is an elephant.
- He took an apple.
- I bought a book.
- This is an elephant.
- He took an apple.
Definite Article
The কে definite Article বলে কারন ইহা কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়।
Example-I saw the bird.
- I read the book.
- Dhaka is the capital of Bangladesh.
- I read the book.
- Dhaka is the capital of Bangladesh.
Use of A and An
1. সাধারণত consonant এর পূর্বে a এবং vowel (a, e, i, o, u) এর পূর্বে an বসে।
যেমন – a hen, a book, a pen, an apple, an egg, an orange.
যেমন – a hen, a book, a pen, an apple, an egg, an orange.
2. শব্দের শুরুতে যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মত হলে তার পূর্বে a বসে। কিন্তু হ এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে।
যেমন- a horse, a historian, an honest man, an hour.
যেমন- a horse, a historian, an honest man, an hour.
3. শব্দের শুরুতে যদি Vowel থাকে এবং তার উচ্চারণ যদি u এর মত হয় তাহলে তার পূর্বে a বসে।
যেমন- a ewe, a European, a uniform, a university, a useful metal.
যেমন- a ewe, a European, a uniform, a university, a useful metal.
4. O দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে। শুধুমাত্র one শব্দের পূর্বে a বসে।
যেমন- an open field, an open heart surgery, an opera, an orange, a one taka note, a one eyed man.
যেমন- an open field, an open heart surgery, an opera, an orange, a one taka note, a one eyed man.
5. সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে। কিন্তু abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.
যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.
Other uses of A and An
1. এক জাতীয় সকল singular common noun এর পূর্বে a/an বসে।
যেমন- A tiger is a dangerous animal; An ant is an industrious insect.
যেমন- A tiger is a dangerous animal; An ant is an industrious insect.
2. একজন ব্যক্তি বা বস্তুকে বুঝালে তার পূর্বে a/an বসে।
যেমন- He bought an orange, He lives in a tiny room.
যেমন- He bought an orange, He lives in a tiny room.
3. সমজাতীয় কিছু(the same, the certain) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun এর পূর্বে a/an বসে।
যেমন
- Birds of a feather flock together.
- Criminals are of a (the same) character.
- There lived a farmer.
যেমন
- Birds of a feather flock together.
- Criminals are of a (the same) character.
- There lived a farmer.
4. Preposition অর্থে কখনো কখনো a ব্যবহৃত হয়। এরূপ a কে disguised preposition বলে।
যেমন- He went a (on) fishing, She went a (on) shopping.
যেমন- He went a (on) fishing, She went a (on) shopping.
5. Few, little, good many, lot of, great many, good deal ইত্যাদি plural noun এর পূর্বে a /an বসে। মাঝে মাঝে many এর পরে a /an বসে।
Example
- I have a few friends here.
- The library has a lot of books.
- The rich man has a good deal with money
- Many a man was present in the meeting.
Example
- I have a few friends here.
- The library has a lot of books.
- The rich man has a good deal with money
- Many a man was present in the meeting.
6. সংখ্যাবাচক শব্দ- dozen, hundred, thousand, million, couple, score ইত্যাদির পূর্বে a বসে।
7. Exclamation অর্থাৎ what, how, why ইত্যাদির পরে a বসে।
- What a beautiful lady!
- How nice a bird!
- What a beautiful lady!
- How nice a bird!
8. Singular common noun – quite, many, rather, but, more এর পূর্বে a/an বসে।
- He is rather a gentleman.
- You are but a child.
- He is rather a gentleman.
- You are but a child.
9. Mr./Mrs./Miss এর পূর্বে a/an বসে।
- A Mr. Ashik called in his house.
- A Mrs. Habiba sought his help.
- A Mr. Ashik called in his house.
- A Mrs. Habiba sought his help.
The-এর ব্যবহার
·
সাধারণত
proper noun এর পূর্বে the বসে না
। কিন্তু কোন ব্যক্তি/বস্ত্ত/ স্থানকে অপর কোন
ব্যক্তি/বস্ত্ত/স্থান এর সাথে
তুলনা করা হলে
যে ব্যক্তি/বস্ত্ত /স্থানের সাথে তুলনা করা হয়
সেই ব্যক্তি/বস্ত্ত/ স্থানের পূর্বে the বসে ।যেমন:
Byron was an English poet. Nazrul is called the Byron of Bangladesh.-বাইরন একজন ইংরেজ কবি।নজরম্নলকে বাংলাদেশের বাইরন বলা হয়
।
·
ঐতিহাসিকভাবে
গুরূত্বপূর্ণ স্থান বা ঘটনার
পূর্বে the বসে ।যেমন:
the battle of Panipath-পানিপথের
যুদ্ধ ক্ষেত্র, the Palashy etc.
·
কোন
adjective যদি noun হিসেবে কাজ করে
তবে তার পূর্বে
the বসে যেমন: The poor(গরীবেরা), the rich(ধনীরা), the blind(অন্ধেরা), the lame (খোঁড়ারা), the uneducated(অশিক্ষিতেরা), the educated(শিক্ষিতেরা), the illiterate(নিরক্ষরেরা), the unfed(অভুক্তেরা), the brave(সাহসীরা), the coward(ভীরম্নরা)
·
Ordinal
number এর পূর্বে the বসে ।
যেমন:The first day, the second son etc. কিন্তুcardinal number এর পূর্বে the বসে না
। যেমন: One, two, three etc.
·
জাতি,
সম্প্রদায়, গোষ্ঠী ইত্যাদির নামের পূর্বে the বসে ।যেমন:The
Bangalees, the English, the Americans etc.কিন্তু ভাষার নামের পূর্বে the বসে না
।যেমন:Bangla is our mother tongue.
·
নদী,
সাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুজ্ঞ ইত্যাদির নামের পূর্বে the বসে ।
যেমন:the Padma, the Pacific, the Bay of
Bengal, the Himalays, the Andamans etc. কিন্তু একটি মাত্র দ্বীপ, পর্বত, হ্রদের নামের পূর্বে the বসে না।
যেমন: Sandip is in the Bay of Bengal-স্বন্দ্বীপ বঙ্গোপসাগরে ।Everest
is the highest peak in the world-এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। Baikal is a lake -বৈকাল একটি হ্রদ।
·
দেশের
নামের পূর্বে the বসে না
কিন্তু বিশেষ অর্থ প্রকাশ করে এরূপ
দেশের নামের পূর্বে the বসে ।
যেমন: Bangladesh is our motherland.কিন্তু The USA is a big country.
·
Newspaper
এর নামের পূর্বে the বসে ।যেমন:
The Ittefaq, the Inqilab, the Pratham Alo etc.
·
Collective
noun এর পূর্বে the বসে ।যেমন:
the elite, the peasantry, the audience etc.
·
Unit
বা একক বুঝাতে
কোন সংখ্যা বাচক শব্দের পূর্বে the বসে ।
যেমন: He sells mangoes by the hundred.-সে একশতটি করে আম
বিক্রয় করে ।
·
Possessive
case এর পরিবর্তে the বসে ।যেমন:
The teacher pulled the boy by the(his) ear.-শিক্ষক ছাত্রটিকে তার কান
ধরে টানলেন ।
পরিচিত কোনকিছুর পূর্বে the বসে ।যেমন:He
is working in the garden. এখানে
একটি পরিচিত বাগানের কথা বলা
হয়েছে ।
·
কোন
common noun যদি abstract noun হিসেবে কাজ করে
তবে তার পূর্বে
the বসে।যেমন: Mother(common noun) loves me very
dearly(মা অমাকে ভীষনভাবে ভালবাসেন ।).The
mother (abstract noun) in her rose at the sight of the child -শিশুটিকে দেখে তার মধ্যকার
মাতৃত্ব জেগে উঠল ।
·
যা
অদ্বিতীয় অর্থাৎ যা শুধুমাত্র
একটি তার পূর্বে
the বসে ।
যেমন:The sun, the moon, the earth, the
world, the sky, the universe etc.
·
The
+ Superlative degree. যেমন:
He is the best(superlative degree) boy.
·
যত…তত বুঝাতে comparative degree এর পূর্বে the বসে ।
যেমন: The earlier(comparative degree),
the better(comparative degree).যত
তাড়াতাড়ি তত ভাল
।
No comments:
Post a Comment