cock - মোরগ ;
crane - সারস ; এক জাতীয় বক ; ভার-উত্তোলক যন্ত্র ;
crow - কাক ; মোরগের ডাক ;
cuckoo - কোকিল ;
dabchick - পানকৌড়ি ;
dove - ঘু ঘু পাখি ;
eagle - ঈগল পাখি ;
duck - পাতি হাসের ছানা ;
feather - পাখির পালক ;
hawk - বাজপাখি ; জিনিস ফেরি করা ;
hen - মুরগী ;
kite - ঘুড়ি, চিল ;
lapwing - টিট্রিভ ; জলচর পক্ষিবিশেষ ;
lark - ভরতপক্ষী ; তামাশা ; কৌতুক ;
magpie - নীলকন্ঠ পাখি ; কিচিরি মিচিরকারী দৃষ্ট পাখিবিশেষ ;
nest - পাখির বাসা ; নীড় ;
nightingale - বুলবুল বা পাপিয়া পাখি ;
parrot - তোতা পাখি ; টিয়া পাখি ;
owl - পেঁচা ;
peacock - ময়ূর ;
pigeon - পায়রা ; কবুতর ;
pelican - জলচর পক্ষিবিশেষ ;
raven - দাড়কাক ;
sparrow - চড়াই ; চটক পক্ষী ;
swan - রাজহাঁস ;
woodpecker - কাঠঠোকরা পাখি ;
vulture - শকুনি ; গৃধ্র ;
wing - ডানা ; পাখা ; পক্ষ ; জাহাজ বা বাড়ির পার্শ্ব ; অভিনয় মঞ্চের পার্শ্বভাগ ;
peahen - ময়ূরী ;
petrel - সামদ্রিক পক্ষিবিশেষ ;
১.কালো তিতির Francolinus francolinus ন্যূনতম বিপদগ্রস্ত মহাবিপন্ন বিরল, আবাসিক ঢা, চ, রং, (সি)
২.জলার তিতির Francolinus gularis সংকটাপন্ন মহাবিপন্ন বিরলতম, প্রাক্তন আবাসিক (ঢা), (খু, সুন্দরবন), (সি) বাদা তিতির নামেও পরিচিত।
৩.চিনা তিতির Francolinus pintadeanus ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভরঅনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর ভারতের মণিপুর রাজ্যে মূল বিচরণক্ষেত্র। কেবলমাত্র একটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত।
৪.মেটে তিতির Francolinus pondicerianus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্যবিরলতম, প্রাক্তন আবাসিক (ঢা) আরেক নাম ধূসর তিতির।
৫.রাজ বটেরা Coturnix chinensis ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক ঢা, সিআরেক নাম নীলাভ-বুক বটেরা।
৬.চিনা বটেরা Coturnix coromandelica ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক ঢা, চট্টআরেক নাম বৃষ্টি বটেরা।
৭.পাতি বটেরা Coturnix coturnix ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরল, পরিযায়ী (ঢা), খু, রা, (সি)এরাই মূলত গৃহপালিত কোয়েলের বুনো রূপ।
৮.জাপানি বটেরা Coturnix japonica প্রায়-বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভরঅনিশ্চিত ও অনুমান নির্ভর ভারতেও অনিয়মিত; কেবলমাত্র একটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত।
৯.সাদাচিবুক তিতির Arborophila atrogularis প্রায়-বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক (চট্ট), সিআরেক নাম ধলাগাল বাতাই।
১০.পাহাড়ি তিতির Arborophila intermedia ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক ঢা, চট্ট আরেক নাম লালগলা বাতাই।
১১.কালো গুন্দ্রী Perdicula manipurensis সংকটাপন্ন অনিশ্চিত ও অনুমান নির্ভর বিরলতম ও অনিশ্চিত অনিশ্চিত ও অনুমান নির্ভর, সম্ভবত সিলেট কেবলমাত্র একটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত। বলা হয়েছে: "উত্তর কাছাড় ও সিলেটের বিস্তীর্ণ তৃণভূমিতেও সম্ভবত পাখিটি এমন সহজেই দেখা যায়"।
১২.সি-সি তিতির Ammoperdix griseogularis ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর, সম্ভবত নেই অনিশ্চিত ও অনুমান নির্ভর, সম্ভবত নেই অনিশ্চিত ও অনুমান নির্ভর, সম্ভবত নেই কেবলমাত্র একটি তালিকায় বাংলাদেশে শীতের পরিযায়ী বলে উল্লিখিত। পাখিটি মরুভূমিবাসী ও সবচেয়ে কাছের আবাস পাকিস্তানে।
১৩.বাঁশবনের তিতির Bambusicola fytchii ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভরঅনিশ্চিত ও অনুমান নির্ভর (ঢা, গারো পাহাড়), (সি) ২০০৫ সালে বাংলাদেশ ও মেঘালয়ে প্রজাতিটি দেখা যায় নি, বর্তমানে থাকলেও তা প্রমাণিত নয়।
১৪.চিত্রা বনমুরগি Galloperdix lunulata ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর কেবলমাত্র একটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত তবে প্রমাণিত নয়। এদের মূল আবাস গাঙ্গেয় উপত্যকার দক্ষিণে সীমাবদ্ধ।
১৫. লাল মোরগ Galloperdix spadicea ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর বাংলাদেশ থেকে সংগৃহিত নমুনা হার্ভার্ডের Museum of Comparative Zoology জাদুঘরে সংরক্ষিত আছে। তবে বাংলাদেশ থেকে সংগৃহিত হওয়ার সম্ভবনা কম। এদের মূল আবাস কেবল গাঙ্গেয় উপত্যকার দক্ষিণে সীমাবদ্ধ।
১৬.ব্লাইদের ট্রাগোপ্যান Tragopan blythii সংকটাপন্ন অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর কেবলমাত্র একটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত, তবে অপ্রমাণিত। সবচেয়ে কাছের আবাস ভারতের মিজোরাম ও মায়ানমার।
১৭.হিউমের মুরগি Syrmaticus humiae প্রায়-বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর কেবলমাত্র দুইটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত, তবে অপ্রমাণিত। সবচেয়ে কাছের আবাস ভারতের মিজোরাম।
১৮.বনমোরগ Gallus gallus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক ঢা, খু, সি, চট্ট লাল বনমুরগি নামে পরিচিত।
১৯.কালো মথুরা Lophura leucomelanos ন্যূনতম বিপদগ্রস্ত বিপন্ন বিরল, আবাসিক চট্ট, সি শুধু মথুরা নামেও পরিচিত।
২০.কাঠময়ূর Polyplectron bicalcaratum ন্যূনতম বিপদগ্রস্ত মহাবিপন্ন বিরল, আবাসিক চট্ট, (সি) এদের আরেক নাম মেটে কাঠমৌর।
২১.নীল ময়ূর Pavo cristatus ন্যূনতম বিপদগ্রস্ত বিলুপ্ত প্রাক্তন আবাসিক (ঢা) আরেক নাম দেশি ময়ূর। Paonroue.JPG
২২.সবুজ ময়ূর Pavo muticus বিপন্ন বিলুপ্ত মাঝেমধ্যে দু'-একটি দেখা যায়, প্রাক্তন আবাসিক (চট্ট) আরেক নাম বর্মী ময়ূর।
২৩. বড় সরালী Dendrocygna bicolor ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, পরিযায়ী; প্রাক্তন আবাসিক ঢা, রা, চট্ট, সি আরেক নাম রাজ শরালি।
২৪.পাতি সরালী Dendrocygna javanica ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক; শীতে প্রচুর পরিযায়ী হয়ে আসে সব বিভাগে দেখা যায় অনেক সময় শুধুই সরালী নামে ডাকা হয়।
২৫. বড় ধলাকপাল রাজহাঁস Anser albifrons ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত অনিয়মিত, পরিযায়ী ঢা আরেক নাম সাদা-কপাল রাজহাঁস।
২৬.ধূসর রাজহাঁস Anser anser ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরল, পরিযায়ী ঢা, বরি, সি, চট্ট মেটে রাজহাঁস নামেও পরিচিত।
২৭. গোলাপি-পা রাজহাঁস Anser brachyrhynchus ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর কেবলমাত্র একটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত, দক্ষিণ এশিয়ার কোথাও এ প্রজাতি আছে/ছিল বলে প্রমাণ নেই।
২৮.ছোট ধলাকপাল রাজহাঁস Anser erythropus সংকটাপন্ন অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর কেবলমাত্র দুইটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত, দক্ষিণ এশিয়ায় পাখিটি অনিয়মিত ও এ প্রজাতি দেখার ঘটনা খুব কম।
২৯.শুঁটি রাজহাঁস Anser fabalis ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর তিনটি তালিকায় পাখিটি বাংলাদেশের পাখি বলে উল্লিখিত, তবে প্রমাণিত নয়। দক্ষিণ এশিয়ায় পাখিটি অনিয়মিত ও এ প্রজাতি দেখার ঘটনা খুব কম।
৩০.দাগি রাজহাঁস Anser indicus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম, পরিযায়ী ঢা, বরি, সি, চট্ট, খু শুধু রাজহাঁস নামেও পরিচিত।
৩১. লালবুক রাজহাঁস Branta ruficollis বিপন্ন অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর কেবলমাত্র দুইটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত, দক্ষিণ এশিয়ায় পাখিটির উপস্থিতি অনুমান নির্ভর।
৩২. চখাচখি Tadorna ferruginea ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, পরিযায়ী ঢা, বরি, সি, চট্ট, রা আরেক নাম খয়রা চকাচকি।
৩৩. শাহ চখা Tadorna tadorna ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, পরিযায়ী ঢা, বরি, সি, চট্ট, রা অন্য নাম পাতি চকাচকি, রাজমণি হাঁস, সাচকা।
৩৪. বাদি হাঁস Cairina scutulata বিপন্ন মহাবিপন্ন, সম্ভবত বিলুপ্ত বিরলতম(সম্ভবত নেই), প্রাক্তন আবাসিক (চট্ট) ১৯৮০ সাল পর্যন্ত কাপ্তাইয়ে প্রজনন করত।
৩৫. নাকতা হাঁস Sarkidiornis melanotos ন্যূনতম বিপদগ্রস্ত মহাবিপন্ন বিরল, পরিযায়ী; প্রাক্তন আবাসিক ঢা, সি বোঁচা হাঁস নামেও পরিচিত।
৩৬. বালিহাঁস Nettapus coromandelianus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম আবাসিক ঢা, রা, সি, চট্ট, খু ধলা বালিহাঁস নামেও পরিচিত।
৩৭. মান্দারিন হাঁস Aix galericulata ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম, অনিয়মিত পরিযায়ী সি সুন্দরী হাঁস নামেও পরিচিত।
৩৮.উত্তুরে ল্যাঞ্জাহাঁস Anas acuta ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, পরিযায়ী ঢা, বরি, সি, চট্ট, খু, রা, রং শুধু ল্যাঞ্জাহাঁস নামেও পরিচিত।
৩৯. উত্তুরে খুন্তেহাঁস Anas clypeata ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, পরিযায়ী ঢা, বরি, সি, চট্ট, খু, রা, রং শুধু খুন্তেহাঁস নামেও পরিচিত।
৪০. পাতি তিলিহাঁস Anas crecca ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, পরিযায়ী ঢা, বরি, সি, চট্ট, খু, রা, রং পাতারি হাঁস নামেও পরিচিত।
৪১. ফুলুরি হাঁস Anas falcata প্রায়-বিপদগ্রস্ত সংকটাপন্ন বিরল, পরিযায়ী ঢা, বরি, সি, চট্ট আরেক নাম শিখাবিশিষ্ট হাঁস।
৪২. বৈকাল তিলিহাঁস Anas formosa সংকটাপন্ন সংকটাপন্ন অনিয়মিত পরিযায়ী ঢা, সি শুধু বৈকাল হাঁস নামেও পরিচিত।
৪৩. লালশির Anas penelope ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, পরিযায়ী ঢা, বরি, সি, চট্ট ইউরেশীয় সিঁথিহাঁস নামেও পরিচিত।
৪৪. নীলশির Anas platyrhynchos ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরল, পরিযায়ী ঢা, বরি, সি নীলমাথা হাঁস নামেও পরিচিত।
৪৫. দেশি মেটেহাঁস Anas peocilorhyncha ন্যূনতম বিপদগ্রস্ত সংকটাপন্ন বিরলতম, আবাসিক ঢা, বরি, সি, চট্ট, খু, রা, রং পাতি হাঁস নামেও পরিচিত।
৪৬. গিরিয়া হাঁস Anas querquedula ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, পরিযায়ী ঢা, বরি, সি, চট্ট, খু, রা, রং জিরিয়া হাঁস নামেও পরিচিত।
৪৭. পিয়াং হাঁস Anas strepera ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, পরিযায়ী ঢা, বরি, সি, চট্ট, খু, রা, রং শুধু পিয়ং হাঁস নামেও পরিচিত।
৪৮. গোলাপি শির Rhodonessa caryophyllacea মহাবিপন্ন, সম্ভবত বিলুপ্ত বিলুপ্ত প্রাক্তন আবাসিক (ঢা), (রা), (সি), (খু) শেষ গোলাপি শিরটি সম্ভবত ১৯৩৫ সালে বিহারের দ্বারভাঙায় গুলি করে মারা হয়। ধারণা করা হয়, ১৯৫০ সালের আগেই এরা বিলুপ্ত হয়ে গেছে। এরা গোলাপি হাঁস নামেও পরিচিত।
৪৯. রাঙ্গামুড়ি Netta rufina ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরল,স্থানভেদে সুলভ; পরিযায়ী (ঢা), (রা), (সি), (খু) এরা লালঝুঁটি ভুতিহাঁস নামেও পরিচিত।
৫০. মার্বেল হাঁস Marmaronetta angustirostris সংকটাপন্ন প্রয়োজনীয় তথ্যবিহীন অনিয়মিত; পরিযায়ী ঢা, সি এরা ফোঁটাবিশিষ্ট হাঁস নামেও পরিচিত।
৫১. বেয়ারের ভুতিহাঁস Aythya baeri মহাবিপন্ন মহাবিপন্ন বিরল, পরিযায়ী ঢা, সি, রা শুধু বেয়ারের পোচার্ড নামেও পরিচিত।
৫২. পাতি ভুতিহাঁস Aythya ferina ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, পরিযায়ী ঢা, সি, চট্ট, রা বামুনিয়া হাঁস নামেও পরিচিত।
৫৩. কালো হাঁস Aythya fuligula ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, পরিযায়ী ঢা, বরি, সি, চট্ট, খু, রা, রং টিকি হাঁস নামেও পরিচিত।
৫৪. বড় স্কপ Aythya marila ন্যূনতম বিপদগ্রস্ত প্রয়োজনীয় তথ্যবিহীন অনিয়মিত, পরিযায়ী সি আরেক নাম বিরল ভুতিহাঁস।
৫৫. মরচেরঙ ভুতিহাঁস Aythya nyroca প্রায়-বিপদগ্রস্ত প্রায়-বিপদগ্রস্ত সুলভ, পরিযায়ী ঢা, সি, রা, বরি ভুতিবিশিষ্ট হাঁস নামেও পরিচিত।
৫৬.পাতি সোনাচোখ Bucephala clangula ন্যূনতম বিপদগ্রস্ত প্রয়োজনীয় তথ্যবিহীন অনিয়মিত; পরিযায়ী (সি) ১৯১৪ সালে কেবল একবার বৃহত্তর সিলেটের হাওর অঞ্চলে দেখা গিয়েছিল। এরা সোনালি চোখ হাঁস নামেও পরিচিত।
৫৭. স্মিউ হাঁস Mergellus albellus ন্যূনতম বিপদগ্রস্ত প্রয়োজনীয় তথ্যবিহীন অনিয়মিত; পরিযায়ী সি ২০০৩ সালে হাইল হাওরে একটি নমুনা দেখা যায়। এরা সাদা হাঁস নামেও পরিচিত।
৫৮. সরুঠোঁট ডুবুরি হাঁস Mergus merganser ন্যূনতম বিপদগ্রস্ত প্রয়োজনীয় তথ্যবিহীন অনিয়মিত পরিযায়ী ঢা, (সি) আরেক নাম পাতি মার্গেঞ্জার।
৫৯.লালবুক ডুবুরি হাঁস Mergus serrator ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর কেবলমাত্র দুইটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লিখিত, দক্ষিণ এশিয়ায় পাখিটি অনিয়মিত ও এ প্রজাতি বাংলাদেশে দেখার আর কোন রেকর্ড নেই।
৬০. দাগি নাটাবটের Turnix suscitator ন্যূনতম বিপদগ্রস্ত প্রয়োজনীয় তথ্যবিহীন বিরল, আবাসিক ঢা, সি, চট্ট সাধারণ লাওয়া নামেও পরিচিত।
৬১. ছোট নাটাবটের Turnix sylvatica ন্যূনতম বিপদগ্রস্ত প্রয়োজনীয় তথ্যবিহীন প্রাক্তন, আবাসিক (ঢা) ছোট লাওয়া নামেও পরিচিত।
৬২.হলদেপা নাটাবটের Turnix tanki ন্যূনতম বিপদগ্রস্ত প্রয়োজনীয় তথ্যবিহীন বিরল, আবাসিক ঢা, সি, (চট্ট) হলুদ-পা লাওয়া নামেও পরিচিত।
৬৩.ইউরেশীয় মেঠো কাঠঠোকরা Jynx torquilla ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম, পরিযায়ী ঢা, সি, চট্ট, খু শুধু মেঠো কাঠঠোকরা বা ইউরেশীয় ঘাড়ব্যথা নামেও পরিচিত।
৬৪.তিলা কুটিকুড়ালি Picumnus innominatus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরল, আবাসিক সি, খু (সুন্দরবন) ক্ষুদে কাঠঠোকরা নামেও পরিচিত।
৬৫.ধলাভ্রু কুটিকুড়ালি Sasia ochracea ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম, আবাসিক সি, চট্ট লাল ক্ষুদে কাঠঠোকরা নামেও পরিচিত।
৬৬.ডোরাবুক পাকড়া কাঠকুড়ালি Dendrocopos atratus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর কেবল মাত্র দুইটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ থেকে সংগৃহিত এ প্রজাতির পাখির কোন নমুনা পাওয়া যায়নি।
৬৭. মেটেটুপি বাটকুড়ালি Dendrocopos canicapillus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম, আবাসিক ঢা, চট্ট, সি, খু ধূসর-মাথা বামন কাঠঠোকরা নামেও পরিচিত।
৬৮. লালবুক কাঠকুড়ালি Dendrocopos hyperythrus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর চারটি তালিকায় অন্তর্ভুক্ত করা হলেও পাখিটি বাংলাদেশে আছে/ছিল বলে প্রমাণ নেই। যদিও ভারতের মেঘালয় রাজ্যে পাখিটি রয়েছে।
৬৯.পাকড়া কাঠকুড়ালি Dendrocopos macei ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র বাতাবি কাঠকুড়ালি নামেও পরিচিত।
৭০. হলদেচাঁদি কাঠকুড়ালি Dendrocopos mahrattensis ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক কিনা নিশ্চিত নয় চট্ট হলদেকপাল পাকড়া কাঠঠোকরা নামেও পরিচিত।
৭১.বাদামিচাঁদি কাঠকুড়ালি Dendrocopos nanus ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর কেবল মাত্র একট তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগৃহীত কোন নমুনাও নেই। ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত এদের বিস্তৃতি।
৭২.খয়েরি কাঠঠোকরা Celeus brachyurus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র লালচে কাঠঠোকরা নামেও পরিচিত।
৭৩. মেটেমাথা কাঠঠোকরা Picus canus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক ঢা, চট্ট, খু, সি ধূসরাভমুখ সবুজ-হলুদ কাঠঠোকরা নামেও পরিচিত।
৭৪.ছোট হলদেকুড়ালি Picus chlorolophus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক চট্ট, সি, খু হলুদ-ঘাড়ওয়ালা কাঠঠোকরা নামেও পরিচিত।
৭৫.বড় হলদেকুড়ালি Picus flavinucha ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক চট্ট, সি, খু হলুদ-গলা কাঠঠোকরা নামেও পরিচিত।
৭৬.দাগিবুক কাঠঠোকরা Picus viridanus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরল, আবাসিক খু ডোরাবুক কাঠঠোকরা নামেও পরিচিত।
৭৭. ফিতাওয়ালা কাঠঠোকরা Picus vittatus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য অপ্রতুল-তথ্য অপ্রতুল-তথ্য সুন্দরবন থেকে ১৯৫৮ সালে সংগৃহীত নমুনা দেখে একটি মাত্র তালিকায় পাখিটি বাংলাদেশের পাখি বলে ধারণা করা হলেও পরে নমুনাটি দাগিবুক কাঠঠোকরা হিসেবে সনাক্ত করা হয়েছে।
৭৮.দাগিগলা কাঠঠোকরা Picus xanthopygaeus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম, আবাসিক ঢা, খু, রা সবুজ-ডোরা কাঠঠোকরা নামেও পরিচিত।
৭৯. বাংলা কাঠঠোকরা Dinopium benghalense ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র এরাই কাঠঠোকরা নামে পরিচিত।
৮০.বর্মী কাঠঠোকরা Dinopium javanense ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম, আবাসিক চট্ট, (সি), খু পাতি কাঠঠোকরা নামেও পরিচিত।
৮১.হিমালয়ী কাঠঠোকরা Dinopium shorii ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক ঢা, সি ঢাকা বিভাগে এদের দেখা যায় না বলে কোথাও কোথাও উল্লেখ করা হয়েছে। পরিবর্তে চট্টগ্রাম বিভাগে এদের দেখা যায় বলে উল্লেখ করা হয়েছে।
৮২.কালোপিঠ কাঠঠোকরা Chrysocolaptes festivus ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর কেবলমাত্র একটি তালিকায় বাংলাদেশের পাখি বলে উল্লেখ করা হয়েছ। দক্ষিণ ভারতের এ পাখি বাংলাদেশে ছিল/আছে বলে কোন প্রমাণ নেই। এর সর্বোচ্চ বিস্তৃতি কলকাতা পর্যন্ত হতে পারে।
৮৩.বড় কাঠঠোকরা Chrysocolaptes lucidus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক ঢা,চট্ট,খু,সি বৃহদাকার সোনালি-পিঠ কাঠঠোকরা নামেও পরিচিত।
৮৪.ধলামাথা কাঠঠোকরা Gecinulus grantia ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক সি, চট্ট হালকারঙের কাঠঠোকরা নামেও পরিচিত।
৮৫. তামাটে কাঠঠোকরা Blythipicus pyrrhotis ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক সি, চট্ট লালমাথা কাঠঠোকরা নামেও পরিচিত।
৮৬.কলজেবুটি কাঠঠোকরা Hemicircus canente ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য অনিয়মিত, আবাসিক কিনা নিশ্চিত হওয়া যায়নি সি, চট্ট হৃৎপিণ্ড-ফোঁটাযুক্ত কাঠঠোকরা নামেও পরিচিত। ৮৭.বড় মেটেকুড়ালি Mulleripicus pulverulentus সংকটাপন্ন অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক সি, চট্ট বৃহৎ কাঠঠোকরা নামেও পরিচিত।
৮৮.বড় বসন্তবৌরি Megalaima asiatica ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র অন্য নাম নীলগলা বসন্ত।
৮৯.নীলকান বসন্তবৌরি Megalaima australis ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম, আবাসিক চট্ট, সি, ঢা সবুজাভ বসন্তবৌরি নামেও পরিচিত।
৯০.ছোট বসন্তবৌরি Megalaima haemacephala ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র 'অন্যান্য নাম: সেকরা বসন্ত, ভগিরথ।
৯১. দাগি বসন্তবৌরি Megalaima lineata ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র অন্যান্য নাম: গোরখুদ, বেঘবৌ।
৯২.বৃহৎ বসন্তবৌরি Megalaima virens ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক চট্ট অন্য নাম বড় বসন্ত।
৯৩. সোনালিগলা বসন্তবৌরি Megalaima franklinii ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য অপ্রতুল-তথ্য অপ্রতুল-তথ্য দু'টি তালিকায় পাখিটিকে বাংলাদেশের পাখি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে কোন প্রমাণ নেই। তবে মেঘালয় রাজ্যে পাখিটি দেখা যায়।
৯৪. খয়েরিমাথা বসন্তবৌরি Megalaima zeylanica ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য অপ্রতুল-তথ্য অপ্রতুল-তথ্য তিনটি তালিকায় পাখিটিকে বাংলাদেশের পাখি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে কোন প্রমাণ পাওয়া যায় নি। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণে পাখিটি দেখা গেছে।
৯৫. দেশি মেটেধনেশ Ocyceros birostris ন্যূনতম বিপদগ্রস্ত বিলুপ্ত প্রাক্তন আবাসিক (রা) অন্যান্য নাম: পুটিয়াল ধনেশ, ধূসর ধনেশ।
৯৬. কাও ধনেশ Anthracoceros albirostris ন্যূনতম বিপদগ্রস্ত বিপন্ন বিরলতম, আবাসিক সি, চট্ট কাউ ধনেশ ও উদয়ী পাকরাধনেশ নামেও পরিচিত।
৯৭. রাজ ধনেশ Buceros bicornis প্রায়-বিপদগ্রস্ত মহাবিপন্ন বিরল, আবাসিক সি, চট্ট
৯৮. পাতাঠুঁটি ধনেশ Rhyticeros undulatus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল তথ্য বিরল, আবাসিক (সি), চট্ট মালাপরা ধনেশ নামেও পরিচিত। অনিয়মিত পরিযায়ী না স্থানীয় তা নির্ধারণ করা যায় নি। ২০০৮ সালে বান্দরবানে দেখা গেছে।
৯৯. লালচেঘাড় ধনেশ Aceros nipalensis সংকটাপন্ন অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর তিনটি তালিকায় বাংলাদেশের পাখি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এদেশে কখনও ছিল বা এখনও আছে বলে প্রমাণ নেই। তবে মেঘালয়ে পাখিটি দেখা গেছে।
১০০. মোহনচূড়া Upupa epops ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম, আবাসিক সর্বত্র অন্যান্য নাম: পাতি হুদহুদ, সোলায়মান পাখি, হুদ, হুপো।
১০১.লালমাথা কুচকুচি Harpactes erythrocephalus ন্যূনতম বিপদগ্রস্ত বিপন্ন বিরলতম, আবাসিক সি, চট্ট অন্যান্য নাম: কুচকুচিয়া, লাল ট্রোগন, বাংলাদেশী ট্রোগন।
১০২. বাংলা নীলকান্ত Coracias benghalensis ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম, আবাসিক সর্বত্র পাখিটি আসলে নীলকণ্ঠ নামে পরিচিত। কিন্তু কণ্ঠ নীল নয় বলে বাংলাদেশ বার্ড ক্লাব এর নামকরণ করেছে বাংলা নীলকান্ত।
১০৩. পাহাড়ি নীলকান্ত Eurystomus orientalis ন্যূনতম বিপদগ্রস্ত মহাবিপন্ন বিরলতম, পরিযায়ী সি, চট্ট গ্রীষ্মে প্রজননের উদ্দেশ্যে বাংলাদেশে আসে।
১০৪. পাতি মাছরাঙা Alcedo atthis ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র অন্য নাম ছোট মাছরাঙা।
১০৫. ব্লাইদের মাছরাঙা Alcedo hercules প্রায়-বিপদগ্রস্ত বিপন্ন অনিয়মিত, পরিযায়ী সি ১৯৯৩ সালে শীতকালে হাইল হাওরে দেখা গেছে।
১০৬. নীলকান মাছরাঙা Alcedo meninting ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক খু, চট্ট আরেক নাম: নীলাভকান ছোট মাছরাঙা।
১০৭. উদয়ী বামনরাঙা Ceyx erithaca ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য অনিয়মিত, পরিযায়ী বা পান্থ পরিযায়ী সি, ঢা, চট্ট গ্রীষ্মে বাংলাদেশের চিরসবুজ বনে কদাচিৎ চোখে পড়ে। অপর নাম বুনো মাছরাঙা।
১০৮.খয়রাপাখ মাছরাঙা Pelargopsis amauroptera প্রায়-বিপদগ্রস্ত প্রায়-বিপদগ্রস্ত সুলভ, আবাসিক বরি, খু অন্য নাম: বাদামী মাছরাঙা, কমলা মাছরাঙা।
১০৯. মেঘহও মাছরাঙা Pelargopsis capensis ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম, আবাসিক বরি, সি, ঢা, খু, রা, চট্ট আরেক নাম গুরিয়াল।
১১০. লাল মাছরাঙা Halcyon coromandaন্যূনতম বিপদগ্রস্ত সংকটাপন্ন বিরল, আবাসিক খু অন্য নাম লালচে মাছরাঙা।
১১১. কালোটুপি মাছরাঙা Halcyon pileata ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, পরিযায়ী ঢা, খু, বরি, চট্ট, (সি) অন্য নাম মাথাকালো মাছরাঙা, শীতকালীন পরিযায়ী।
১১২.ধলাগলা মাছরাঙা Halcyon smyrnensis ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র এরাই সাধারণভাবে মাছরাঙা নামে পরিচিত।
১১৩.ধলাঘাড় মাছরাঙা Todiramphus chloris ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক বরি, চট্ট, খু অপর নাম সবুজাভ মাছরাঙা।
১১৪. ঝুটিয়াল মাছরাঙা Megaceryle lugubris ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক চট্ট অপর নাম ফোঁটকা মাছরাঙা।
১১৫.পাকরা মাছরাঙা Ceryle rudis ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র
১১৬. নীলদাড়ি সুইচোরা Nyctyornis athertoni ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরলতম, আবাসিক চট্ট, সি বড় সুইচোরা বা পাহাড়ি সুইচোরা নামেও পরিচিত।
১১৭.খয়রামাথা সুইচোরা Merops leschenaulti ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম, আবাসিক চট্ট, ঢা, খু, সি পাটকিলে-মাথা সুইচোরা নামেও পরিচিত।
১১৮. সবুজ সুইচোরা Merops orientalis ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র এদের জনপ্রিয় নাম বাঁশপাতি।
১১৯. নীললেজ সুইচোরা Merops phillipinus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র গ্রীষ্মকালে প্রজননের উদ্দেশ্যে বাংলাদেশে প্রচুর নীললেজ সুইচোরার আগমন ঘটে।
১২০. খয়রাপাখ পাপিয়া Clamator coromandus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরলতম, পরিযায়ী ঢা, খু, সি লালপাখা কোকিল নামেও পরিচিত।
১২১. চাতক Clamator jacobinus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম, পরিযায়ী সর্বত্র পাকরা পাপিয়া নামেও পরিচিত।
১২২. হজসনি চোখগ্যালো Hierococcyx nisicolor অপ্রতুল-তথ্য অপ্রতুল-তথ্য ঢা Hierococcyx fugax at Bukit Timah, Singapore.jpg
১২৩. বড় চোখগ্যালো Hierococcyx sparverioides বিরল, পরিযায়ী সি
১২৪.পাতি চোখগ্যালো Hierococcyx varius ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র ইংরেজিতে এরা Brain Fever bird নামে পরিচিত।
১২৫. পাতি পাপিয়া Cuculus canorus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, পরিযায়ী ঢা, খু, সি, চট্ট গ্রীষ্মকালীন পরিযায়ী। আরেক নাম গায়ক কোকিল। Cuculus canorus vogelartinfo chris romeiks CHR0791 cropped.jpg
১২৬. বউ কথা কও Cuculus micropterus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র ভারতীয় কোকিল নামেও পরিচিত। Indian Cuckoo (J).jpg
১২৭. ছোট পাপিয়া Cuculus poliocephalus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য অনিয়মিত, পরিযায়ী সি, চট্ট বসন্তে সিলেট ও চট্টগ্রামে তিনবার দেখা গেছে।
১২৮. উদয়ী পাপিয়া Cuculus saturatus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য অনিয়মিত, পরিযায়ী সি বসন্তে সিলেট বিভাগে একবার ডাক রেকর্ড করা গেছে।
১২৯. করুণ পাপিয়া Cacomantis merulinus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, পরিযায়ী সর্বত্র অন্যান্য নাম ছোট ভরাউ, সরগম। Plaintive Cuckoo (Cacomantis merulinus) - Flickr - Lip Kee (1).jpg
১৩০. মেটেপেট পাপিয়া Cacomantis passerinus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক (ঢা), খু, সি, চট্ট ধূসর কোকিল নামেও পরিচিত। Grey-bellied Cuckoo (Cacomantis passerinus) in Kinnarsani WS, AP W IMG 5863.jpg
১৩১.দাগি তামাপাপিয়া Cacomantis sonneratii ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক সি, চট্ট বাদামি কোকিল নামেও পরিচিত।
১৩২. এশীয় শ্যামাপাপিয়া Chrysococcyx maculatus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, পরিযায়ী (ঢা), সি অন্যান্য নাম পান্না কোকিল, সবুজাভ কোকিল।
১৩৩. বেগুনি পাপিয়া Chrysococcyx xanthorhynchus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক (ঢা), খু, সি, চট্ট বেগুনি কোকিল নামেও পরিচিত।
১৩৪.এশীয় ফিঙেপাপিয়া Surniculus lugubris ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক চট্ট, সি অন্য নাম ফিঙে কুলি।
১৩৫. এশীয় কোকিল Eudynamys scolopaceus ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র অন্যান্য নাম কুলি, কোয়েল।
১৩৬. মেটে মালকোয়া Phaenicophaeus leschenaultii ন্যূনতম বিপদগ্রস্ত বিপন্ন প্রাক্তন পরিযায়ী (চট্ট) বিশ শতকের গোড়ার দিকে চট্টগ্রাম বিভাগে ছিল বলে একটি তথ্য রয়েছে, যদিও চট্টগ্রাম বিভাগ এ পাখিটির স্বাভাবিক আবাস থেকে বহুদূরে।
১৩৭. সবুজঠোঁট মালকোয়া Phaenicophaeus tristis ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক ঢা, খু, সি, চট্ট সবুজ কোকিল বা বন কোকিল নামেও পরিচিত।
১৩৮. বাংলা কুবো Centropus bengalensis ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক ঢা, খু, সি আরেক নাম পাহাড়ি কানকুয়া। দ্বিপদ নামের সাথে bengalensis থাকাতে এর নাম বাংলা কুবো করা হয়েছে।
১৩৯. বড় কুবো Centropus sinensis ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র কুক্কাল, কানাকোকা বা কানকুয়া নামেও পরিচিত।
১৪০. বাসন্তী লটকনটিয়া Loriculus vernalis ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম, আবাসিক চট্ট, সি অন্যান্য নাম ভোরা, লটকন, লেজকাটা টিয়া।
১৪১. তোতা Psittacula alexandri ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক ঢা, সি, চট্ট অন্যান্য নাম মদনা টিয়া, লালবুক টিয়া।
১৪২.লালমাথা টিয়া Psittacula cyanocephala ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরল, আবাসিক ঢা, খু আলুবোখারা-মাথা নামেও পরিচিত।
১৪৩. চন্দনা Psittacula eupatria ন্যূনতম বিপদগ্রস্ত মহাবিপন্ন বিরল, আবাসিক ঢা, রা, (খু), (সি) অন্য নাম বড় টিয়া।
১৪৪.কালোমাথা টিয়া Psittacula finschii ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য প্রাক্তন আবাসিক (চট্ট), (ঢা) উনিশ শতকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চিরসবুজ বনে বিচরণ করত, এখন নেই। অন্য নাম মেটেমাথা টিয়া। PalaeornisFinschiKeulemans.jpg
১৪৫. স্লেটমাথা টিয়া Psittacula himalayana ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর কেবল একটি তালিকায় বাংলাদেশের পাখি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এদেশে কখনও ছিল বা এখনও আছে বলে প্রমাণ নেই। তবে ভুটানে পাখিটি দেখা যায়।
১৪৬. সবুজ টিয়া Psittacula krameri ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র
১৪৭. ফুলমাথা টিয়া Psittacula roseata ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরল, আবাসিক সি অন্যান্য নাম লালমাথা টিয়া, হীরামন।
১৪৮. হিমালয়ী কুটিবাতাসি Aerodramus brevirostris ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, পরিযায়ী ঢা, খু, সি, চট্ট
১৪৯. ধলাকোমর সুইবাতাসি Zoonavena sylvatica ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য অনিয়মিত, পরিযায়ী চট্ট ২০০৩ সালে কক্সবাজারের ইনানিতে একটিকে দেখা গেছে।
১৫০.চাঁদিপিঠ সুইবাতাসি Hirundapus cochinchinensis ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য অনিয়মিত, পরিযায়ী চট্ট ২০০৩ সালের মার্চ মাসে কক্সবাজারের ইনানিতে একবার একটি দলকে দেখা গেছে।
১৫১.খয়েরিপিঠ সুইবাতাসি Hirundapus giganteus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য অনিয়মিত, পরিযায়ী চট্ট ২০০৩ সালের মার্চ মাসে কক্সবাজারের ইনানিতে একবার একটি দলকে দেখা গেছে।
১৫২. ধলাগলা সুইবাতাসি Hirundapus caudacutus ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর দুইটি তালিকায় বাংলাদেশের পাখি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এদেশে কখনও ছিল বা এখনও আছে বলে প্রমাণ নেই। তবে ভারতে পাখিটি দেখা যায় এবং যেহেতু পাখিটি দূরপাল্লার পরিযায়ী, সেহেতু কোন একদিন বাংলাদেশে দেখা গেলেও যেতে পারে।
১৫৩. এশীয় তালবাতাসি Cypsiurus balasiensis ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র অন্যান্য নাম নাককাটি, তালচড়াই।
১৫৪. ঘর বাতাসি Apus affinis ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র কোন কোন স্থানে আবাবিল নামেও পরিচিত।
১৫৫.চেরালেজ বাতাসি Apus pacificus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, পরিযায়ী ঢা, চট্ট, খু অন্যান্য নাম পাহাড়ি বাতাসি, ব্লাইদের বাতাসি।
১৫৬. পাতি বাতাসি Apus Apus ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর কেবল একটি তালিকায় বাংলাদেশের পাখি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এদেশে কখনও ছিল বা এখনও আছে বলে প্রমাণ নেই। মধ্য নেপালের পূর্বে পাখিটিকে দক্ষিণ-এশিয়ার কোথাও দেখা যায়নি।
১৫৭. কালোকোমর বাতাসি Apus acuticauda সংকটাপন্ন অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর কেবল একটি তালিকায় বাংলাদেশের পাখি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এদেশে কখনও ছিল বা এখনও আছে বলে প্রমাণ নেই। তবে ভারতের মেঘালয়ে পাখিটি বাসা করে।
১৫৮. ঝুটিয়াল গাছবাতাসি Hemiprocne coronata ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য অনিয়মিত, পরিযায়ী ঢা, চট্ট বাংলাদেশে কেবলমাত্র দু'বার দেখা গেছে।
১৫৯.আলপাইন বাতাসি Tachymarptis melba ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর দু'টি তালিকায় বাংলাদেশের পাখি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এদেশে কখনও ছিল বা এখনও আছে বলে প্রমাণ পাওয়া যায়নি।
১৬০. লক্ষ্মীপ্যাঁচা Tyto alba ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত বিরলতম আবাসিক সর্বত্র
১৬১. আফ্রিকান ঘাসপ্যাঁচা Tyto capensis ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর একটি তালিকায় বাংলাদেশের পাখি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু আফ্রিকার এই পাখিটিকে বাংলাদেশে দেখতে পাওয়ার কোন সম্ভাবনাই নেই।
১৬২. কণ্ঠী নিমপ্যাঁচা Otus bakkamoena ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক সর্বত্র এর অপর নাম বন্ধনীযুক্ত নিমপোখ। Otus bakkamoena.jpg
১৬৩. পাহাড়ি নিমপ্যাঁচা Otus spilocephalus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য দুর্লভ, আবাসিক চট্ট, (সি) অপর নাম লালচে নিমপোখ।
১৬৪. উদয়ী নিমপ্যাঁচা Otus sunia ন্যূনতম বিপদগ্রস্ত ন্যূনতম বিপদগ্রস্ত সুলভ, আবাসিক ঢা, চট্ট, খু, সি অন্য নাম কালোদাগবিশিষ্ট নিমপোখ।
১৬৫. মেটে হুতোমপ্যাঁচা Bubo coromandus ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক ঢা, খু, সি আরেক নাম ভূমা প্যাঁচা
১৬৬. চিতিপেট হুতোমপ্যাঁচা Bubo nipalensis ন্যূনতম বিপদগ্রস্ত বিপন্ন বিরল, আবাসিক ঢা, চট্ট, সি অন্য নাম বুনো হুতোমপ্যাঁচা
১৬৭. বাংলা হুতোমপ্যাঁচা Bubo bengalensis ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর বাংলা হুতোমপ্যাঁচা বাংলাদেশে আছে কিনা তা একটি বিতর্কের বিষয়। ১৯৮৭ সালে আলী ও রিপলে[৩] পাখিটিকে বাংলাদেশের পাখি হিসেবে তালিকাভুক্ত করেছেন। বাংলাদেশের উত্তরপূর্বে এ পাখিটি থাকার সম্ভাবনা রয়েছে।[৪] আরেক জায়গায় একে সুন্দরবনের পাখি বলা হয়েছে।[৫] কিন্তু সব ক্ষেত্রেই পাখিটি দেখার তথ্য অপ্রতুল এবং এদেশে কোন নমুনা পাওয়া যায়নি। যদিও পশ্চিমবঙ্গ ও আসামে পাখিটি পাওয়া যায়।
১৬৮. তামাটে মেছোপ্যাঁচা Ketupa flavipes ন্যূনতম বিপদগ্রস্ত বিপন্ন বিরল, আবাসিক ঢা, সি অন্য নাম খাকি ভুতূমপ্যাঁচা।
১৬৯. মেটে মেছোপ্যাঁচা Ketupa ketupu ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক খু অন্য নাম হলদেবাদামি ভুতূমপ্যাঁচা।
১৭০. ভুতূমপ্যাঁচা Ketupa zeylonensis ন্যূনতম বিপদগ্রস্ত সংকটাপন্ন দুর্লভ, আবাসিক ঢা, চট্ট, খু, সি অন্য নাম খয়রা মেছোপ্যাঁচা।
১৭১. খয়রা গাছপ্যাঁচা Strix leptogrammica অপ্রতুল-তথ্য দুর্লভ, আবাসিক ঢা, খু, সি অন্য নাম বুনো বড়প্যাঁচা।
১৭২.তামাটে গাছপ্যাঁচা Strix aluco ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর একটি তালিকায় বাংলাদেশের পাখি হিসেবে অন্তর্ভুক্ত। তবে অপরিযায়ী এ পাখিটি বাংলাদেশে কখনও দেখা যায় নি। দক্ষিণ আসামে পাখিটি দেখা গেছে।
১৭৩. চিত্রা গাছপ্যাঁচা Strix ocellata । তবে অপরিযায়ী এ পাখিটি বাংলাদেশে কখনও দেখা যায় নি। পশ্চিমবঙ্গে পাখিটি পাওয়া গেছে।
১৭৪. দাগিঘাড় কুটিপ্যাঁচা Glaucidium brodiei ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য বিরল, আবাসিক চট্ট অন্য নাম বামন কালিপ্যাঁচা।
১৭৫. এশীয় দাগিপ্যাঁচা Glaucidium cuculoides ন্যূনতম বিপদগ্রস্ত অপ্রতুল-তথ্য সুলভ, আবাসিক ঢা, চট্ট, সি অন্য নাম ডোরা কালিপ্যাঁচা।
১৭৬. জংলী কুটিপ্যাঁচা Glaucidium radiatum ন্যূনতম বিপদগ্রস্ত অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর অনিশ্চিত ও অনুমান নির্ভর দু'টি তালিকায় বাংলাদেশের পাখি হিসেবে অন্তর্ভুক্ত। দুটি ক্ষেত্রেই অন্তর্ভুক্তির ভিত্তি ছিল পাখির ডাক শুনে সনাক্ত করা। পরবর্তীতে জানা গেছে এশীয় দাগিপ্যাঁচার এক রকমের ডাক শুনে এ পাখির ডাক বলে ভুল হয়। অতএব পাখিটি বাংলাদেশে আছে বলে প্রমাণিত নয়।
১৭৭. খুঁড়ুলে পেঁচা Athene brama বিপদমুক্ত সুলভ, আবাসিক ন্যূনতম বিপদগ্রস্ত ঢা, চট্ট, সি, রা, খু দু'টি তালিকায় বাংলাদেশের পাখি হিসেবে অন্তর্ভুক্ত। অন্য নাম কোটরে পেঁচা।
১৭৮. খয়রা শিকরেপ্যাঁচা (Ninox scutulata)
১৭৯. ছোটকান প্যাঁচা (Asio flammeus) ১৮০. উদয়ী সাগরপ্যাঁচা (Phodilus badius)
No comments:
Post a Comment