Breaking

Thursday, November 12, 2015

What Is the Past Tense? with Examples

Past tense কাকে বলে কত প্রকার কি কি উদাহরন সহ লিখ?
Past tense (অতীত কাল):
5. Past indefinite tense:
অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল বিদ্যমান নেই এরূপ বোঝালে verb-এর past indefinite tense হয়।
Past Indefinite Tense is used to denote an action completed in the past or a past habit and result is not lasted.
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে , লাম, , তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে যেমন ( করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়া ছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পরিতেন)
Structure গঠন প্রণালি:
Subject + past form of main verb + object.
Example:- আমি ভাত খাইয়াছিলাম/খেয়েছিলাম – I ate rice.
-
আমি স্কুলে গিয়েছি/গিয়েছিলাম – I went to school.
-
সে স্কুলে গিয়েছে/গিয়েছিল – He went to school.
-
তুমি/ তোমরা কাজটি করেছিলে/করিয়াছিলে- You did the work. 
-
তার ছেলেবেলা লন্ডন কেটেছিল – He spent his boyhood in London. 
-
লুনা একটি গান গেয়েছিল – Luna sang a song. 
-
সে ফুটবল খেলেছিল – He played football.
Note - Past indefinite tense যুক্ত কোন sentence যদি main verb না থাকে তাহলে সেখানে be verb main verb হিসেবে ব্যাবহার হবে


6. Past Continuous Tense:  অতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে verb-এর past continuous tense হয়।

Past continuous tense is used when the action was continued for some time in the past.
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোন একটি যোগ থাকে


Structure গঠন প্রণালি:

Subject + was/were + main verb + ing + object.
Example:- আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম – I was eating rice.
-
সে স্কুলে যাইতেছিল/যাচ্ছিল – He was going to school. 
-
তারা ফুটবল খেলিতেছিল/খেলছিল – They were playing football.
-
গতকাল সন্ধায় সে ঢাকা যাইতেছিল – He was going to Dhaka last evening. 
-
আমি একা একা গান গাইতেছিলাম – I was singing song alone.
Note - subject first person and third person singular number হলে was বসবে we, you, they এবং অন্যান্য plural number এর শেষে were বসবে
7.Past perfect tense: অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটির verb-এর past perfect tense হয় এবং পরে সংঘটিত কাজটির verb-এর past indefinite tense হয়।
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়

Past perfect tense is used in the former action between two completed actions of the past; simple past is used in the later action.

বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, , লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে

Structure:
1st subject + had + verb
এর past participle + 2nd subject + verb এর past form +2nd object.
Example:- আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come home before I ate rice.
-
আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল – He had died before I went to school.
-
ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল – They had reached the station before the bell rang.
-
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল – The patient had died before the doctor came. 
-
ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল – The doctor had come before the patient died.
-
বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম – I had shut the door before I got into bed.

8. Past perfect continuous tense: অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়

Past Perfect Continuous Tense:

Past perfect continuous tense is used for an action that begun before a certain point in the past and continued up to that time.
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে। এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে 
) অতীতকালে দুটি কাজই হয়েছিল। 
) তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল। 
) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল। 
Structure:
1st subject + had been + main verb + ing + 1st object + 2nd subject + verb
এর past form + 2nd object.
Example:- সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had been eating rice when he came.
-
ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম – we were playing before the bell rang.
-
আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পরিতেছিল – He had been reading book when I went to met with him/her.
-
তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল – your mother had been waiting for you when you went to your friend’s home.
সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমিতেছিলাম – I had been sleeping when he saw the game. 

No comments:

Post a Comment

Featured post

Write an email to your friend inviting him to join a picnic

Blog Archive

Contact Form

Name

Email *

Message *