Breaking

Tuesday, February 18, 2020

Future continuous tense কাকে বলে উদাহরণ সহ গঠন প্রনালী






. Future
continuous tense:
ভবিষ্যৎ কালে কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে verb-এর future continuous tense হয়অর্থাৎ Future Continuous Tense ভবিষ্যতে ঘটতে থাকবে এমন কোন চলমান কাজকে বোঝায়


গঠন প্রণালি: Subject-এর পর person number অনুসারে shall be বা will be বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়


যেমন Example:


o    I will be writing the poem - আমি কবিতাটি লিখতে থাকবো


o    You will be doing the work - তুমি কাজটি করতে থাকবে


o    They will be going shopping - তারা কেনাকাটা করতে যেতে থাকবে


Structure of the sentence:


Positive sentence:


Subject+ will+ be+ simple form of verb+ ing + object.


Example:


o    We will be going to the fair -
আমরা মেলায় যেতে থাকবো


o    You will be going to the
office -
তুমি অফিসে যেতে থাকবে


o    He will be helping you - সে তোমাকে সাহায্য করতে থাকবে


Negative sentence:


Subject+ will not/ won’t + be+ simple form of verb+ ing + object.


Example:


o    We will not/ won’t be going to
the fair -
আমরা মেলায় যেতে থাকবো না


o    You will not/ won’t be going
to the office -
তুমি অফিসে যেতে থাকবে না


o    He will not/ won’t be helping
you -
সে তোমাকে সাহায্য করতে থাকবে না


Interrogative sentence:


Will+ Subject+ be+ simple form of verb+ ing+ object +note of
interrogation (?)


Example:


o    Will we be going to the fair?
-
আমরা কি মেলায় যেতে থাকবো?


o    Will you be going to the
office? -
তুমি কি অফিসে যেতে থাকবে?


o    Will he be helping you? - সে কি তোমাকে সাহায্য করতে থাকবে?


No comments:

Post a Comment

Featured post

Write an email to your friend inviting him to join a picnic

Blog Archive

Contact Form

Name

Email *

Message *