Exclamatory sentence কাকে বলে উদাহরণ সহ লিখ ?
Exclamatory sentence: (আবেগ সূচক বাক্য): যে sentence এ মনের আবেগ অনুভূতি সূচক বাক্য প্রকাশ পায় তাকে Exclamatory sentence বলে।
আবেগ বাemotion বলতে মনের হঠাৎ পরিবতিত অবস্থাকে বুঝায়। যেমন:- ভয়, ক্রোধ, আনন্দ, দুঃখ, বিষাদ, উল্লাস ইত্যাদি।
Exclamatory sentence: (আবেগ সূচক বাক্য): যে sentence এ মনের আবেগ অনুভূতি সূচক বাক্য প্রকাশ পায় তাকে Exclamatory sentence বলে।
আবেগ বাemotion বলতে মনের হঠাৎ পরিবতিত অবস্থাকে বুঝায়। যেমন:- ভয়, ক্রোধ, আনন্দ, দুঃখ, বিষাদ, উল্লাস ইত্যাদি।
Alas! He is dead.
আমরা Parts of speech এ পড়েছি, Interjection আবেগ সূচক শব্দ। সুতরাং, Exclamatory sentence এর শুরুতে আবেগ সূচক Word অর্থাৎ একটি Interjection বসবে।
উপরেরsentence টি থেকে 'Alas!' শব্দটি (Interjection) বাদ দিলে He is dead - Assertive sentence হয়ে যায় ।
‘What’ এবং ‘How’ WH-word দুটিওExclamatory sentence এ ব্যবহৃত হয়। যেমন:-
What a nice bird it is!
How nice the bird is!
Sentence দুটিতে What এবংHow (কি এবং কত) কোন প্রশ্ন করেনি। উহারা অত্যাধিক সৌন্দর্য প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, উহারা সৌন্দযে©র আধিক্য প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে।
What এখানে Adjective এবংHow এখানে Adverb রূপে বসেছে। Sentence দুটোকে Assertive করলে উহাদের পরিবর্তে verb, adverb বসে। যেমন:-
It is a very nice bird.
এবং The bird is very nice.
সুতরাং, Exclamatory sentence য়েও ‘What’ এবং‘How’ শব্দ দুটি আধিক্য বোঝাতে যথাক্রমে Adjective ওadverb রুপে (nice কেqualify বা modify করতে) ব্যবহৃত হয়। তবে এ ধরনের sentence এsubject এর পূর্বে কোন auxiliary verb বসবে না।
Subject এর পূর্বে auxiliary verb বসলে, তা অবশ্যই Interrogative হবে। যেমনঃ- How long it is! ইহা কত লম্বা!(অর্থাৎ, অনেক লম্বা) Exclamatory Sentence.
How long is it? ইহা কতটুকু লম্বা? Interrogative Sentence (প্রশ্ন বুঝাচ্ছে – অর্থাৎকতটুকু লম্বা তা পরিমাপ করে দেখতে হবে)
Subject ‘it’ – এর পূর্বে ‘is’ auxiliary verb বসছে। সুতরাং, উহাInterrogative sentence.
WH–word (WHAT এবং How) Interrogative এবং Exclamatory উভয় প্রকার sentence এর শুরুতে বসে। পার্থক্য শুধু এই যে, Exclamatory Sentence এ subject এর পূর্বে কোন auxliliary verb বসে না। কিন্তু, Interrogative sentence এ subject এর পূর্বে অবশ্যইauxiliary verb বসবে। Exclamatory sentence এ ‘What’ এবং ‘How’ আসলে Interjection এর effect আনে।
Structure: (গঠন প্রণালী )
what a/an বা how+adjective+sub.+verb+ext.
What a fine bird it is !
How beautiful you are !
Alas/Hurrah এর জন্য:
Structure:Alas/Hurrah+!+sub.+verb+extension.
Alas ! I am undone!
If/had এর জন্য:
Structure:If/had+subject+verb+extension+!
If I were a king !
What a fine bird it is !
How beautiful you are !
Alas/Hurrah এর জন্য:
Structure:Alas/Hurrah+!+sub.+verb+extension.
Alas ! I am undone!
If/had এর জন্য:
Structure:If/had+subject+verb+extension+!
If I were a king !
Exclamatory Sentence:
Exclamatory is a sentence which expresses strong/sudden feeling or emotion like surprise, pain, delight, anger, disgust etc.
Structure: (গঠন প্রণালী )।
Alas/ Hurrah/ Bravo/ What/ How etc. + Others
Example:
- Hurrah! Our cricket team has won the series.
- Alas! He has failed the competition.
- Bravo! You have done a great job.
- What a talent-full girl she is!
- How sweetly the cuckoo sings!
- What a wonderful land Bangladesh is!
- Were I a Super Hero!
- What a pity!
- Fantastic!
- What an idea!
- Put that down now!
- Leave the package at the door.
- Walk softly, please.
Alas/ Hurrah/ Bravo/ What/ How etc. + Others
Example:
- Hurrah! Our cricket team has won the series.
- Alas! He has failed the competition.
- Bravo! You have done a great job.
- What a talent-full girl she is!
- How sweetly the cuckoo sings!
- What a wonderful land Bangladesh is!
- Were I a Super Hero!
- What a pity!
- Fantastic!
- What an idea!
- Put that down now!
- Leave the package at the door.
- Walk softly, please.
No comments:
Post a Comment