Breaking

Monday, May 27, 2019

Present continuous tense কাকে বলে উদাহরন সহ লিখ





. Present continuous tense: বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে verb-এর present continuous tense হয়অর্থাৎবর্তমানকালে বা অদূর/নিকট ভবিষ্যতে কোন কাজ চলছে/চলবেবোঝালে Present Continuous Tense ব্যবহার করতে হয়



বাংলায় চেনার উপায়: Verb এর শেষে তেছ, তেছি , তেছেন, তেছে, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছেন, ছি 
ইত্যাদিথাকে


গঠন প্রণালি: Subject-এর পর person number অনুসারে am, is, are বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়


যেমন Example:


o    I am going to school - আমি স্কুলে যাচ্ছি


o    He is going to market - সে বাজারে যাচ্ছে


o    They are playing football - তারা ফুটবল খেলছে


o    The bus is leaving at 4.00 pm
বাসটি চারটায় ছাড়বে (নিকট ভবিষ্যত)


Structure of the sentence: Verb এর present form এর সাথে ing যোগ করতে হয়


Positive sentence:


Subject + am/is/are + main verb + ing + object


Example:


o    I am eating rice.


o    He is running to and fro.


o    They are going to school.


o    They are going to attend a
party tonight. (
নিকট ভবিষ্যত)


Note: ‘I’ এর পর am বসে, He/she/it এর পর is বসে এবং subjectযদি third person singular number হয় তাহলেও subject এর পর is বসে We/you/they এবং plural subject এর পর areবসে


Negative sentence:


Subject + am/is/are + not + Main verb + ing + object


Example:


o    He is not drinking milk.


o    I’m not going to open a bank
account.


o    They are not going to play
football.


অর্থাৎ, am/is/are এর পর একটি not যোগ করে দিলেই negative sentence হয়ে যায়


Interrogative sentence:


Am/is/are + subject + main verb + ing + object + ?


Example:


o    Am I going to Chittagong?


o    Is he drinking water?


o    Are they playing badminton?


No comments:

Post a Comment

Featured post

Write an email to your friend inviting him to join a picnic

Blog Archive

Contact Form

Name

Email *

Message *