Breaking

Sunday, December 1, 2019

JK, L, M, N, O, PQ এবং R - দিয়ে শুরু যত English Proverbs




































































































































































































































JK, L, M, N, O, PQ এবং R - দিয়ে শুরু যত English Proverbs



ইংরেজীতে প্রচলিত


বাংলায়
প্রচলিত


Jail-bird-



দাগী
আসামী;

(A rogue who is oftener in prison than outside.)


Knowledge
is power-



জ্ঞানই
বল;

(Knowledge rules the world.)


L - দিয়ে শুরু যত English Proverbs



Let
the cobbler stick to his last-



খাচ্ছিল তাঁতী তাঁত বুনে, কাল ' তার এঁড়ে গরু কিনে;

(One should attend to one’s own affairs; one should not meddle with things
one does not understand.)


Like
cures like-



"বিষস্য বিষমৌষধম্"; কাঁটা দিয়ে
কাঁটা
তোলা;

(One poison is antidote against another poison; one thorn drives away
another.)


Look
before you leap-



"দৃষ্টিপুতং নচেৎ পাদম্"; দেখে শুনে
পা
বাড়াও
(Think before you act.
)


M - দিয়ে শুরু যত English Proverbs



Many a
little makes a mickle-



রাই
কুড়োতে কুড়োতে বেল;

(Many a penny makes a pound.)


Many
drops make a shower-



বিন্দু
বিন্দু
জলেই
সিন্ধুর জন্ম;

(Drops of water make the ocean.)


Might
is right-



জোর
যার
মুল্লুক তার;

(Strength is a great source of power.)


Misfortune
never comes alone-



বিপদ
কখনও
একা
আসে
না;

(One misfortune follows in the wake of another.)


Much
ado about nothing-



"বহ্বারম্ভে লঘুক্রিয়া";

(Too much fuss, and little is done.)


N - দিয়ে শুরু যত English Proverbs



Necessity
is the mother of invention-



প্রয়োজনই আবিষ্কারের জননী;

(Urgent need impels one to devise means.)


Necessity
knows no law-



অভাবে
স্বভাব
নষ্ট;
"
আতুরে নিয়মো নাস্তি";

(One is extreme want may resort to anything.)


Nero
fiddles when Rome burns-



কারো
পৌষ
মাস,
কারো
সর্বনাশ;

(To make merry at the distress of others.)


No
pains, no gains-



দুঃখ
বিনা
সুখ
লাভ
হয়
কি
মহীতে?
কষ্ট
না
করলে
কেষ্ট
মেলে
না;

(Strive and you will win.)


Nothing
succeeds like success-



জলেই
জল
বাঁধে;

(Success leads to success.)


O - দিয়ে শুরু যত English Proverbs



Oh the
times! Oh the manners-



"তেহি নো দিবসা গতাঃ"; সে রামও
নাই,
সে
অযোধ্যাও নাই;

(The old merry times are no more.)


Oil
your own machine-



আপন
চরকায়
তেল
দাও;

(Mind your own business; don’t poke your nose into the affairs of others; let
well alone.)


One
beats the bush, another catches the bird-



যার
ধন
তার
নয়,
নেপোয়
মারে
দই;

(One sows another reaps.)


One is
not so soon healed as hurt-



গড়তে
য্ত
সময়
লাগে
ভাঙতে
তত
সময়
লাগে
না
;


(It takes more time to build up than to pull down.)


One
lie makes many-



একটা
মিথ্যে
ঢাকতে
দশটা
মিথ্যে
কথা
বলতে
হয়;

(To hide one lie is to tell may lies.)


Out of
sight out of mind-



চোখের
আড়াল,
মনের
আড়াল;
মানুষের কুটুম এলে গেলে;

(Absence begets forgetfulness.)


PQ - দিয়ে শুরু যত English Proverbs



Patients
is bitter, but its fruits is sweet-



সবুরে
মেওয়া
ফলে;

(Wait and see; patience, however painful in the begging, brings happiness in
the end.)


Penny
wise, pound foolish-



বজ্র
আঁটুনি
ফসকা
গেরো;

(Thrifty in small things and careless in large ones.)


Practice
makes a man perfect-



গাইতে
গাইতে
গায়েন,
আর
বাজাতে
বাজাতে
বায়েন;

(Do a thing again and again, and it will come all right.)


Praise
a fair day at night-



না
আঁচালে
বিশ্বাস নেই;

(Suspend your judgment till the end.)


Pride
goeth before destruction (fall)-



অতি
বাড়
বেড়ো
না
ঝড়ে
পড়ে
যাবে;
"
অতি দর্পে হ্তা লঙ্কা";

(Pride has its fall)


Quit
not certainty for hope-



অনিশ্চিতের আশায় নিশ্চিত পরিত্যাগ করিও না;

(Do not exchange substance for shadow.)


R - দিয়ে শুরু যত English Proverbs



Riches
have wings-



লক্ষ্মী চঞ্চলা;

(Fortune is fickle.)


Rome
was not built in a day-



কোন
বৃহৎ
কার্য
রাতারাতি সম্পন্ন হয় না;

(Worth-while achievements take time and perseverance.)




No comments:

Post a Comment

Featured post

Write an email to your friend inviting him to join a picnic

Blog Archive

Contact Form

Name

Email *

Message *