Breaking

Sunday, January 13, 2019

The Preposition Rules-Part-02




Off


1. Off মুলতঃ Adverb হিসেবে ব্যবহৃত হয়। তবে এখানে Preposition হিসেবে কিছু ব্যবহার দেখানো হল


2. কাছাকাছি ঘেঁষে নয়, দূরে রকম বোঝাতে - Take the chair off the room. Keep off the
plant.


3. বিচ্ছিন্নতা বা বিচ্যুতি বোঝাতে - Take the shoes off your feet.


4. অভ্যস্ততা বোঝাতে -The patient is off his meal. For some
reasons, he is off his jovial mood.


5. সমুদ্রের কাছাকাছি -We went off the shore.


Near নিকটে


Near + স্থান বাংলায় অর্থ হবে নিকটে He lives near the sea/ the college/Taltala
market.


Towards দিকে






Towards + স্থান বাংলায় অর্থ হবে দিকে -- He went towards the sea/ the college/Taltala market.


Between/Among মধ্যে


দুই জনের/দুইটা জিনিষের মধ্যে বুঝাতে between বসে আর দুই এর বেশী বুঝালে among বসে যেমন: a. ‘B’ comes between A and C.    b. He
divided the money between the two children.


Along (বরাবর)


1. যখন বরাবর বুঝায় তখন along বসে। যেমন:--We walked along the road.


2. along (এদিক থেকে অন্য দিকে) যখন কোন কিছুর এক পাশ থেকে অন্য পাশে বুঝায় তখন along বসে


যেমন:- A small river goes along the river.


Round/Around(চারপাশে)


1. round/around+Noun/Pronoun বাংলায় অর্থ হবে চারপাশে  যেমন: The earth moves round the sun.


/ They were all sitting
round the table.


2. around+ সময় বাংলায় অর্থ হবে প্রায়  যেমন:----It is around 8 o’clock.


Past পাশ দিয়ে 


Past+------ বাংলায় অর্থ হবে পাশদিয়ে  যেমন:----He walked past me without talking.


Beside(পাশে)


Beside + Noun/Pronoun বাংলায় অর্থ হবে পাশে যেমন:--সে আমার পাশে বসেছিল - He sat beside me.


In front of(সামনে) /Behind(পিছনে)


Infront of+Noun/Pronoun বাংলায় অর্থ হবে সামনে অনুরূপভাবে Behind +Noun/Pronoun বাংলায় অর্থ হবে পিছনে। যেমন:- He sat in front of me but hehind you.


Under(নিচে)


1. কোন কিছুর ঠিক নিচে বোঝাতে বসে -We took rest under a banyan tree. / Keep the bag under
the table.


2. কারো অধীনে কাজ করা বা কোন অবস্থায় থাকা অর্থে-I am doing under Mr. Robert. / Try to keep
the boy under control.


3. শাসনামল বোঝাতে -Were we in peace under British rules?


4.  প্রক্রিয়াধীন বোঝাতে -He can work hard under pressure. Your
proposal was under consideration.


5.  অনুযায়ী অর্থে-Under the term, he would be punished if he
fails to repay.


6. কোন কিছু দিয়ে ঢাকা বুঝাতে বা উপরীভাগের নীচে বুঝাতে বসে -Most of the ice berg is under the water. / Under the
mountain, there is a network of caves.


7. নিকটে বুঝানোর জন্য -There is a village under the hill.


8. বয়সে কম বুঝানোর জন্য-Many children under five go to nursery school. / If you
are under 6, you can buy half rail tickets.


9. সময়, দুরত্ব বা পরিমানের দিক দিয়ে কম বুঝানোর জন্য-It is under a mile from here to the post office. / It
took us under an hour to reach.


10. পদের (rank) দিক দিয়ে নীচে বুঝানোর জন্য- No one under the rank of captain enters the room.


11. নিমজ্জিত বা আচ্ছাদিত বুঝাতে - The whole village is under water.


12. ছাড়া কিছু Expression বসে যেমন:-- under repair, under construction(নির্মানাধীন), under consideration(বিবেচনাধীন), under arms(অস্ত্রসস্ত্র সজ্জিত), under trial (বিচারাধীন), under sentence(দন্ডাদেশপ্রাপ্ত)


After (পরে)


1. After + Noun/Pronoun বাংলায় অর্থ হবে পরে -Where will you go after dinner? / He will meet me after
his lunch.


2. After + Noun/Pronoun বাংলায় অর্থ হবে পিছু নেওয়া বা ধাওয়া করা -We ran after the thief. /  Do not hanker after
money.


3. After + Noun/Pronoun বাংলায় অর্থ হবে অনুসারে -The museum is built after my design. / This
pen was bought after my choice. / He is named after his father.


4. After +---- বাংলায় ধারাবাহিকতা বোঝাতে বসে -We entered the house one after another.


Before আগে


1. Before + Noun/Pronoun বাংলায় অর্থ হবে  আগে -He passed the SSC examination before 1992. /
                                                                        
   Your turn will come before me.


2.  Before + Noun/Pronoun বাংলায় অর্থ হবে সামনে -He stood before me. He fainted before me.


3. Before + সময় বাংলায় অর্থ হবে আগেই - He put the proposal before 10 pm..


Since


1. since+ নির্দিষ্ট সময় বাংলায় অর্থ হবে হইতে/থেকে - He has been reading since yesterday.


2. since + Noun/Pronoun বাংলায় অর্থ হবে হইতে/থেকে - He is alone since his wife’s death.





Without ছাড়া


1. Without+Verb+ing ছাড়া বাংলায় অর্থ হবে ব্যাতিত (না ইয়া বা না ইলে) -Without reading attentively he will fail.


2. Without + Noun/Pronoun বাংলায় অর্থ হবে ছাড়া --Without your help, I would have failed.





But


but অর্থ- ব্যতিরেকে- Nobody but Alom knows the way





Within মধ্যে


1. Within+ নির্দিষ্ট সময় বাংলায় অর্থ হবে মধ্যে-You should receive a reply within seven
days.


2. Within+ নির্দিষ্ট  স্থানের দুরুত্ব বাংলায় অর্থ হবে মধ্যে --I live within walking distance. /
                                                                      
               I
will stay within two miles.


3. Within+ Noun/Pronoun বাংলায় অর্থ হবে মধ্যে --Try to live within your means.


                                                           
               He
lives within his income.


Beyond বাইরে


Beyond+ Noun/Pronoun বাংলায় অর্থ হবে কারও সমর্থ বা ক্ষমতার বাইরে -He lives beyond means.


About(সম্বন্ধে)


1. about +Noun/Pronoun বাংলায় অর্থ হবে সম্বন্ধে - I am telling you about my career. /
        
                                                                 Let
us talk about our business.


2. about+ সংখ্যা বাংলায় অর্থ হবে প্রায় অর্থে - He is about five feet high. I need about
50 thousand taka.


3.  about শেষে বসলে বাংলায় অর্থ হবে এদিক ঐদিক --He was walking about.


4. about +to+ Verb বাংলায় অর্থ হবে প্রায় - He is about to die.


Across


1.  Across+ স্থান বাংলায় অর্থ হবে এক পাশ থেকে অন্য পাশে -He walked across the street.


2. Across + স্থান বাংলায় অর্থ হবে অপর পার্শ্বে -We shall soon be across the channel


3. Across + স্থান বাংলায়  অর্থ হবে এক প্রান্ত থেকে শুরু করে অন্য প্রান্ত পর্যন্ত -There is a bridge across the river.


Through(ভিতর দিয়ে)


1. Through+Noun/Pronoun বাংলায় অর্থ হবে ভিতর দিয়ে যেমন:----Water passes through the pipe.


2. Through+ স্থান বাংলায় অর্থ হবে মধ্য দিয়ে যেমন:---He went to Khulna through Jessore.


3. Through+----- বাংলায় অর্থ হবে মধ্য দিয়ে যেমন:---You can gain success through hard labour.


Against বিরুদ্ধে


1. Agaist + Noun/Pronoun
বাংলায় অর্থ হবে বিপক্ষে -There are ten votes against Rana.


2. Against +
Noun/Pronoun
বাংলায় অর্থ হবে বিরুদ্ধে-He complained to the Principal against me.


3. Against + সময় বাংলায় অর্থ হবে প্রতিকুলে বা বিপরীত দিকে -We sailed against the wind.


4. Against +
Noun/Pronoun
বাংলায় অর্থ হবে কোন কিছুর সাথে  -The ladder was against the wall.

No comments:

Post a Comment

Featured post

Write an email to your friend inviting him to join a picnic

Blog Archive

Contact Form

Name

Email *

Message *